সহায়-সম্বলহীন ক্যান্সারে আক্রান্ত ইয়াওর মিয়া’র বাঁচার আকুতি

    0
    243
    সানিউর রহমান তালুকদার,নবীগঞ্জ থেকেঃ পঞ্চাশোর্ধ বয়সের মো. ইয়াওর মিয়া। তিনি দীর্ঘ এক বছর ধরে দুরারোগ্য মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। কিন্তু টাকার অভাবে করাতে পারছেন না উন্নত চিকিৎসা। এই সহায়-সম্বলহীন বৃদ্ধ মানুষটির নেই কোনো ঘর বাড়ি। তার স্ত্রী ও এক ছেলেকে নিয়ে থাকেন অন্যত্র একজনের পরিত্যাক্ত একটি জায়গায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষমই ছিলেন ইয়াওর মিয়া।
    কিন্তু দুরারোগ্য মরণব্যাধি ক্যান্সার তাকে কাবু করে ফেলেছে। এখন দু’বেলা দুমুঠো ডাল-ভাত রীতিমত খাওয়া নিয়েই হিমশিম খাচ্ছেন তার উপরে অপারেশনের দেড় লাখ টাকার বোঝা এনিয়ে বিপাকে পড়েছে তার পরিবার। হত দরিদ্র ইয়াওর মিয়ার বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উলুকান্দি গ্রামে।
    তার স্ত্রী জানান, গত বছর তিনি (ইয়াওর মিয়া) অসুস্থ হয়ে পড়লে আত্মীয়-স্বজনদের আর্থিক সাহায্য সহযোগীতায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে বেশকিছু দিন চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
    এমতাবস্থায় সেখানে ২৮ দিন চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে সিট কেটে দেন। এরপরে তাকে ঢাকা ইবনেসিনা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে ২৬ দিন চিকিৎসা শেষে সেখানকার চিকিৎসক বলেছেন, তার লিভার অপারেশন দ্রুত করতে হবে। এছাড়া কোনো উপায় নেই। অপারেশন করাতে প্রায় লাখ দেড় লাখ টাকার প্রয়োজন।
    একথা শুনে মাথায় হাত পড়ে। এতো টাকা আমি কই পামু, কে সাহায্য করবে আমায়! পরে তাকে বাড়িতে নিয়ে আসি। বাড়িতে নিয়ে আসার পর তার অসুস্থ আরো দিনদিন বেড়ে যায়। বর্তমানে তিনি জীবন মৃত্যুর সন্নিকটে দাঁড়িয়ে রয়েছেন। তাই দেশ ও দেশের বাহিরে অবস্থানরত দানশীল ও সাহায্যবান মানুষদের কাছে আর্থিক সহযোগীতার হাত বাড়িয়ে দেবার আকুতি জানান তিনি