সর্বদলীয় মন্ত্রিসভার ৬মন্ত্রী ও ২প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

    0
    202

    আমার সিলেট  24 ডটকম,১৮নভেম্বরঃ সকল জল্পনা কল্পনা ডিঙিয়ে শেষ পর্যন্ত আজ বিকাল সোয়া ৩টায় বঙ্গভবনের দরবারহলে শপথ নিলেন নির্বাচনকালীন সরকারের  সর্বদলীয় মন্ত্রিসভার ৮ সদস্য। শপথগ্রহণকারী মন্ত্রিদের মধ্যে ৬ জন পূর্ণ মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাদের শপথ বাক্য পাঠ করান। সর্বদলীয় মন্ত্রিসভার নতুন মন্ত্রিরা হলেন- আওয়ামী লীগের তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন এবং জাতীয় পার্টির রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির মজিবুল হক চুন্নু ও সালমা ইসলাম।
    বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভূঁইয়া।