সরকার দেশে খুন, গুম ঠেকাতে ব্যর্থঃইসলামী ফ্রন্ট

    0
    236

    আমারসিলেট24ডটকম,১৫মেঃ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চুনারুঘাট উপজেলা শাখার নব-নির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভায় বক্তাগণ বলেন, সাধারণ মানুষের আজ কোন নিরাপত্তা নেই। খুন, গুম ঠেকাতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। গত ৫ জানুয়ারি একদলীয় নির্বাচনে সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে চলছে খুন, গুম, সাংবাদিক নির্যাতন, অপহরণের পর মুক্তিপন আদায়সহ দেশের বিভিন্ন স্থানে চলছে অরাজকতা। সাধারণ মানুষের আজ কোন নিরাপত্তা দিতে পারছে না সরকার। তাই জোট-মহাজোটের রাজনীতিতে পচন সৃষ্টি হয়েছে। এই সমস্ত পচন রাজনীতি থেকে মুক্তি দিতে আহলে সুন্নাত ওয়াল জমা’আতের আদর্শবাহী একক রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতাকর্মীদেরকে ভেদাবেদ ভুলে কাঁদে কাঁদ মিলিয়ে সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে কাজ চালিয়ে জনগণের পাশে দাড়াবার আহ্বান জানান। গতকাল বুধবার বিকাল ৪টায় স্থানীয় উপজেলা কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মুফতি মুসলিম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইয়াকুত মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, ইসলামী ফ্রন্ট উপজেলা সহ-সভাপতি প্রভাষক মাওলানা মোঃ আব্দুস সালাম, আতাউর রহমান সরকার তৌফিক, সহ-সাধারণ সম্পাদক শাহ মোঃ কুতুব উদ্দিন আখঞ্জী, সাংগঠনিক সম্পাদক এস. এম. সুলতান খান, অর্থ সম্পাদক মাওলানা শেখ জামাল আহমদ, প্রচার সম্পাদক মাওলানা কবির আহমদ, শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক এনাম চৌধুরী, তথ্য গবেষণা ও প্রযুক্তি সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, সাহিত সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আব্দুল কাদির, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক ডাঃ নূর উদ্দিন খাঁন মানিক, মাস্টার মোঃ ইলিয়াস মিয়া তালুকদার,  মোঃ ফারুক মিয়া (সাংবাদিক), প্রভাষক আহাম্মাদুর রহমান আফজাল, মোঃ নূরুল ইসলাম আলতা মিয়া ও অবসর প্রাপ্ত সেনা সদস্য মোঃ কামাল মিয়া প্রমুখ। পরে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলা সভাপতি মোঃ নূরুল আমীনের পিতার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত।