সরকার কৃষককে সর্বাধিকভাবে গুরুত্ব দিয়েছে:উপাধ্যক্ষ আব্দুস শহীদ

    0
    232

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯জুলাই,শাব্বির এলাহী, কমলগঞ্জ : জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি বলেছেন, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। শেখ হাসিনার সরকার কৃষিক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকরা আসল অর্থনীতির মূল শক্তি। কৃষকদের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। মানুষের  দেহের পুষ্টি চাহিদা কম, তাই বেশি করে ফলজ গাছ লাগাতে হবে।

    তিনি বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ মেলার উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

    “দিন বদলের বাংলাদেশ, ফলে বৃক্ষে ভরবো দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমলগঞ্জে তিন দিনব্যাপী বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি।

    পরে কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) আজগর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, পৌরসভার প্যানেল চেয়ারম্যান-১ মো: আনোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: শামসুউদ্দিন।

    অন্যান্যদের  মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল হান্নান চিনু, শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, কৃষক মাও: আব্দুল ছত্তার, আব্দুল মন্নান প্রমুখ। পরে প্রধান অতিথি মেলার ষ্টল পরিদর্শন ও উপস্থিতিদের মধ্যে ফলজ বৃক্ষের চারা বিতরণ করেন।