সম্পর্ক আরও জোরদার করতে চায় ইরান ও বাংলাদেশ

    0
    373

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৬জানুয়ারীঃ  আর্থ-রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চায় ইসলামি প্রজাতন্ত্র ইরান ও বাংলাদেশ। ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি ও বাংলাদেশের প্রতিরক্ষা সচিব কাজী হাবিবুল আউয়াল।

    এ সময় তারা বলেন, দুই দেশের মধ্যে সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে মিল রয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষা সচিব কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী ভূমিকা রয়েছে।

    ইরান আন্তর্জাতিক পানিসীমায় নিজের উপস্থিতি বজায় রাখবে বলে জানান হাবিবুল্লাহ সাইয়ারি। শত্রুদের সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় ইরান তার সামরিক শক্তি বৃদ্ধি করছে বলে জানান তিনি।

    ঢাকায় ‘ভারত মহাসাগর’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন ইরানের নৌবাহিনী প্রধান।ইরনা