সমন্বিত ফল ফসলের বাগান করে জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

    0
    398

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯জানুয়ারী,শাব্বির এলাহীঃ ২০১৫-২০১৬ অর্থবছরের জন্য ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রশিক্ষনলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে আর্থ-সামাজিক উন্নয়নে অনবদ্য ভূমিকা রাখায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমামদের মধ্যে পরীক্ষা ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে সমন্বিত ফল ফসলের বাগান করে স্বাবলম্বী হাফেজ আব্দুল ওহাবসহ ৩জন মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন।

    অন্য দুজন হলেন কুলাউড়ার মাওলানা শিহাবউদ্দীন নিজামী ও সদর উপজেলার মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী। গত ২০ জানুয়ারী (বুধবার) ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা কার্যালয়ে অনুষ্টিত সভায় আনুষ্ঠানিকভাবে তাদেরকে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত করা হয়।তাদের মধ্যে কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামের হাজী মোঃ নিয়ামত উল্লার পুত্র হাফেজ মোঃ আব্দুল ওহাব মতিন স্থানীয় আধকানীনতুনবাজার আলফালাহ জামে মসজিদের ইমাম ও বদরুন নাহার ভূইঁয়া বালিকা উচ্চবিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ।

    ইতিপূর্বে “আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম”সহ বিভিন্ন পত্রিকায় ও যুক্তরাজ্য ভিত্তিক টিভি চ্যানেলে তার কৃষিকাজ নিয়ে সচিত্র প্রতিবেদনও প্রকাশিত হয়।হাফেজ মোঃ আব্দুল ওহাব মতিন আগামীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ার জন্য সকলের দোয়া কামনা করছেন।