সমকাল সুহৃদ সমাবেশে “মুক্তিযুদ্ধের গল্প শোনাই এসো”

    0
    259

    আমারসিলেট24ডটকম,৩০মার্চ,শাব্বির এলাহীমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও এ, কে বাংলা স্কুলে সমকাল সুহৃদ সমাবেশ এর আয়োজনে মহান মুক্তিযোদ্ধের প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও “মুক্তিযোদ্ধের গল্প শোনাই এসো” শীর্ষক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। দুটি স্কুলের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।কমলগঞ্জ সুহৃদ সমাবেশ এর সভাপতি সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো: আব্দুল মতিন গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার প্রকল্প ব্যবস্থাপক অখিল বাড়ৈ, মুক্তিযুদ্ধের সংগঠক ও শহীদ মুক্তিযোদ্ধা হাজির খাঁনের পূত্র  হায়দার খান, সমকাল কমলগঞ্জ প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, সাংস্কৃতিক সংগঠন “নকশী কাঁথা”র সদস্য সচিব সাদেক হোসেন,শিক্ষক শান্তমণি সিংহ,আহসান পাটোয়ারী,সোহেল রানা,সমাজসেবক দিলীপ কুমার ধর প্রমুখ।

     উল্লেখ্য, একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি সাংবাদিক বিকুল চক্রবর্তী ২০১০ সালে কমলগঞ্জ প্রেসক্লাবের সহযোগিতায় মহান মুক্তিযুদ্ধের গৌরবাজ্জ্বল স্থান কমলগঞ্জ উপজেলার বিভিন্ন বধ্যভূমির স্মৃতি সংরক্ষণে প্রামাণ্য ভিডিও চিত্র ধারণ করে মুক্তিযুদ্ধের তথ্য উপাত্ত সংগ্রহ করেন। সমকাল কমলগঞ্জ সুহৃদ সমাবেশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতার এই মাসে তা শিক্ষার্থীদের মাঝে দেখানোর ব্যবস্থা করে।