সব গার্মেন্টস ভবনের নকশা পরীক্ষা করা হবে: বিজিএমইএ

    0
    425

    ঢাকা, ২৭ এপ্রিল: সাভারের মতো মর্মান্ত্মিক ঘটনা এড়াতে আগামী তিন মাসের মধ্যে বুয়েট ও চুয়েট এর প্রকৌশলী দিয়ে দেশের সব পোশাক কারখানার অবকাঠামোগত নকশা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম। শুক্রবার বিজিএমইএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
    এর আগে বিজিএমইএ এবং বিকেএমইএ’র ব্যবসায়িক নেতারা জরম্নরি বৈঠক করেন।
    বিজিএমইএ সভাপতি বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে রানা পস্নাজার অবস্থিত পোশাক শ্রমিকদের বেতন ও পাওনাদী পরিশোধ করার ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে, রানা পস্নাজার মালিকসহ ওই ভবনের পোশাক কারখানার মালিকদের আইনের কাছে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন তিনি।
    সাভারে ভবন ধসে শ্রমিক নিহত হওয়ার পর শ্রমিকদের বিক্ষোভ মোকাবিলায় বৈঠকে শুধু শনিবার, রবিবার, সোমবার গার্মেন্টস বন্ধ রাখার দাবি করে বিজিএমই এবং বিকেএমইএ সদস্যরা। এ সময় একদিন কিংবা দুইদিন বন্ধ রাখার দাবিও করা হয়। এসব দাবির প্রেক্ষিতে সংগঠন দুটির শীর্ষ নেতারা দুই দিন গার্মেন্টস বন্ধ রাখা সহ এসব বিষয়ে সিদ্ধান্ত্ম নেন।
    সংবাদ সম্মেলনে সাবেক সভাপতি শফিকুল ইসলাম মহিউদ্দিন, সালাম মোর্শেদী, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান প্রমুখ।