সদিচ্ছা থাকলে সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান সম্ভবঃতারানকো

    0
    229

    আমারসিলেট24ডটকম,০ডিসেম্বরঃ আজ সফরের তৃতীয় দিনে গণমাধ্যমের সামনে মুখ খুললেন জাতিসংঘের দূত অস্কার ফার্নান্দেজ তারানকো। তিনি জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে চলমান সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব।

    আজ দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে নির্বাচন কমিশনে সিইসির সঙ্গে তারানকো প্রায় ১৫ মিনিটের মতো বৈঠক করেন।

    তারানকো দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, সমঝোতা না হলে সহিংসতা আরো বাড়বে।

    তিনি বলেন, যদি আমাদের রাজনৈতিক সদিচ্ছা থাকে, নেতৃত্ব যদি সঠিক হয়, সমঝোতায় আসার মানসিকতা যদি আমাদের থাকে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- শান্তিপূর্ণভাবে সংলাপ যদি আমরা চালিয়ে যাই,  তাহলেই এটা সম্ভব বলে মনে করেন তিনি।