সঠিকভাবে যাকাত আদায় করলে অচিরেই দারিদ্র নির্মূল হবে

    0
    322

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১০জুনঃ   চট্টগ্রাম রাহাত্তারপুল এক কিলোমিটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব নঈম উল ইসলাম বলেন, যাকাত হলো অন্যতম মৌলিক ইবাদত যা সম্পদকে পরিশুদ্ধ করে। যাকাত দিতে সক্ষমরা সঠিকভাবে যাকাত আদায় করলে মুসলমানরা গরীব থাকতে পারে না। মুসলমানদের উচিত ইসলামী বিধান অনুযায়ী হিসাব মতো যাকাত দেয়া। ধনীদের কাছ থেকে যাকাত তুলে গরীবদের মধ্যে সুষ্ঠুভাবে যাকাত বণ্টন করতে পারলে কোন মুসলমান সমাজে কোন দরিদ্র থাকবে না।

    তিনি আরো বলেন, রোজা আত্মার ইবাদত, রোজার মাধ্যমে খোদাভীতি অর্জন করতে পারলেই আমাদের রোজা সার্থক হবে। চট্টগ্রাম রাহাত্তারপুলস্থ এক কিলোমিটার ব্যবসায়ী কল্যাণ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

    গতকাল ৯ জুন শনিবার এক কিলোমিটার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে নগরীর এক অভিজাত কমিউনিটি সেন্টারে পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সভাপতি আলহাজ্ব নঈম উল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মুহাম্মদ আশরাফুল ইসলাম।

    তিনি বলেন, মালকে পবিত্র করতে হলে অবশ্যই যাকাত দিতে হবে। যাকাত দেয়া ছাড়া সম্পদ হালাল হবে না। বিচ্ছিন্নভাবে শাড়ি, লুঙ্গি বিতরণের মাধ্যমে যাকাত দিলে হবে না। ইসলামের নির্ধারিত পন্থায় যাকাত দিতে হবে। যেন যাকাতের হক আদায় হয়। যাকাতের পরিমাণ কম করে দিলে হবে না। তিনি ব্যবসায়ীদের সঠিকভাবে যাকাত আদায় করার আহবান জানান।

    বিশেষ অতিথি ছিলেন নুরুল আলম, ফরিদুল আলম, আবু তাহের। নাদের মুহাম্মদ মানিক ও মুহাম্মদ ফোরকানের স ালনায় বক্তব্য রাখেন শামসুল আলম, হাশেম কোম্পানী, এস এম জেড খসরুজ্জামান, ডা.মুজিব, এম এন আবসার, মহিউদ্দীন, নূর উন নবী মিন্টু, মুহাম্মদ সেলিম, মুহাম্মদ শফিউল আলম, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ মিজানুর রহমান প্রমূখ।