সংবাদ সম্মেলনে হেফাজত নেতারা উত্তর না দিয়ে চলে যান

    0
    222

    আমারসিলেট 24ডটকম,১০অক্টোবর :হেফাজতে ইসলামের দাবি,নায়েবে আমীর মুফতি ইজহার পরিচালিত মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনাকে নিছক দুর্ঘটনাএবং বিস্ফোরণের পর মাদ্রাসা থেকে বোমা ও গ্রেনেড তৈরির সংঞ্জাম উদ্ধারকে বানোয়াট গল্প ছড়িয়ে হেফাজতে ইসলামের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে দাবি করেছেন হেফাজতে ইসলাম। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী সদরে একটি কমিউনিটি সেন্টারে হেফাজতের আমীর আল্লামা আহমদ শফীর নির্দেশে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। তবে আহমদ শফী সেখানে উপস্থিত ছিলেন না। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা শামসুল আলম, নায়েবে আমীর ও নগর শাখার সভাপতি হাফেজ মাওয়ালানা তাজুল ইসলাম প্রমুখ।
    সংবাদ সম্মেলনে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, বৈদ্যুতিক আইপিএস, গ্যাস সিলিণ্ডার, রান্নার চুলার তেল থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের নিছক দুর্ঘটনাকে সরকার বোমা ও গ্রেনেড তৈরির বানোয়াট গল্প বানিয়ে হেফাজতে ইসলামের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টি করছে। সরকার কওমি মাদ্রাসা উৎখাতের চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন,সম্প্রতি কওমি মাদ্রাসা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের দেয়া বক্তব্যে থেকে তা স্পষ্ট। এদিকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের পর সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে জানতে চাইলে তার উত্তর না দিয়ে তড়িঘড়ি করে চলে যান হেফাজত নেতারা।