সংবাদ প্রকাশের জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি

    0
    231

    আমারসিলেট24ডটকম,১২জানুয়ারী,মতিউর রহমান মুন্না: নবীগঞ্জের সাংবাদিক এম মুজিবুর রহমানকে সংবাদ প্রকাশের জের ধরে প্রাণ নাশের হুমকি দিয়েও শান্ত হয়নি বহুল আলোচিত সমালোচিত দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের নুরুল ইসলাম নাহিদ নামের প্রতারক ও সাঙ্গপাঙ্গরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নাহিদ তার নামে আইডি খুলে সাংবাদিক এম মুজিবুর রহমানের বিরোধে নানা অপ-প্রচার ও অশালিন ভাষা পোষ্ট করে আবারো বেপরোয়া হয়ে উটেছে।

     নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতারের দাবী জানিয়েছেন নবীগঞ্জে কর্মরত বিভিন্ন পত্র- পত্রিকার সাংবাদিকবৃন্দ। জানাযায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত ওহাব উল্লার পুত্র নুরুল ইসলাম নাহিদ প্রায় ৭/৮মাস পূর্বে বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে নিয়োজিত সিকোরেক্্র কোম্পানীতে সিকোরিটি হিসাবে কর্মরত ছিল। তার নানা অনিয়ম ও দূর্নীতির ফলে উক্ত কোম্পানী থেকে সে চাকুরীচ্যুৎ হয়।

    এর পর পরই তার পরিচয় পত্র দেখিয়ে সাধারন লোকজনের কাছ থেকে শেভরনে চাকুরী দেওয়ার নাম ধরে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই নাহিদ। এ ঘটনায় স্থানীয় জাতীয় বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হলে দৌড় ঝাপ শুরু হয় নাহিদের। এক পর্যায়ে বিশিষ্ট সাংবাদিক এম মুজিবুর রহমানকে বিভিন্ন মাধ্যমে ও সরাসরি প্রাণ নাশের হুমকি দেয় নাহিদ। এরই প্রেক্ষিতে নবীগঞ্জ থানায় একটি সাধারন ডায়রী করেন এম মুজিবুর রহমান। জিডি নং ৬৪।

    এর সংবাদ পেয়ে আরো বেপরোয়া হয়ে উঠে নাহিদ ও তার লোকেরা। বিভিন্ন ভাবে সাংবাদিক ও তার পরিবার পরিজনদের দেখে নেওয়ার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও অশালীন ভাষা প্রয়োগ করায়  নাহিদের বিরোদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন সাংবাদিক ও সচেতন মহল।