সংবাদ প্রকাশের জেরধরে সাংবাদিক লাঞ্চিতের চিত্র

    0
    294

    আমারসিলেট24ডটকম,৩০এপ্রিল,মিজানুর রহমানমে মাসের ৩ তারিখ গণমাধ্যম ও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বাধীনতার প্রকৃত অবস্থা মূল্যায়নের একটি দিন। বছরজুড়ে সংবাদ প্রকাশের জের ধরে যে সব সাংবাদিককে হয়রানি, হামলা, মামলা, আহত ও খুন করা হয়েছে তাদের স্বরণ করার দিন। তাছাড়া দারিদ্র বিমোচনে,পেশাদারিত্বে, নিরাপত্তা ও সুবিচার প্রাপ্তি সুনিশ্চিত করতে সাংবাদিকদের এক সুরে কথা বলা এবং বাস্তবায়ন করা ও তার ধারাবাহিকতা অব্যাহত রাখার অঙ্গীকার করতে পারি এদিনে।সম্ভবত এজন্যই ২০১৪ সালের বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসকে ঘিরে তিনটি মূল প্রতিপাদ্য উল্লেখ করা হয়েছে।

    (এক) উন্নয়নে গণমাধ্যমের গুরুত্ব।

    (দুই) সাংবাদিকদের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা নিশ্চিত করা।

    (তিন) সাংবাদিকতার ধারন- ক্ষমতা ও সততা ।

    নীতি নির্ধারনি মহলের মন্তব্য দিয়েই শুরু করা যাক-

    ৭ এপ্রিল,২০১৪ বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শেষের পৃষ্টার চতুর্থ কলামে প্রকাশিত মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর একটি মন্তব্য চোখে পড়ে। মন্তব্যটি হচ্ছে-সুসংহত গণতন্ত্রের জন্যে গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে হবে। শক্তিশালী গণমাধ্যম আমাদের সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করবে। অবস্থাদৃষ্টে মনে হয় আমাদের তথ্যমন্ত্রীও একটি মন্তব্য বা সুপারিশ করেছেন মাত্র। প্রশ্ন হচ্ছে কাকে সুপারিশ করেছেন, কে এর বাস্তবায়নের উদ্যোগ নেবেন তা স্পষ্ট নয়।

    আমাদের প্রত্যাশা তথ্য মন্ত্রনালয়ই সাংবাদিকদের নিরাপত্তা ও সুবিচার প্রাপ্তির বিষয়ে উদ্যোগ নিতে পারেন। নিরাপত্তার বিষয়টি রাষ্ট্র নিশ্চিত করতে না পারার কারনে সাংবাদিকরা অনেক সময় সত্য ঘটনাকে এড়িয়ে যান । অতীতে দেখে আসছেন সাংবাদিকর নির্যাতনের পরে তাৎক্ষনিক তদন্ত কমিটি গঠন, নিন্দা, বিবুতি ,আল্টিমেটাম,বিক্ষোভ,মানববন্ধন, রাস্তা বন্ধ আর হাসপাতালে দেখতে যাওযার মধ্যেই শেষ হয়। যখন দেখছে নির্যাতিত সহকর্মী সুষ্ঠু বিচার পায়নি তখন সত্য ঘটনাও তুলে আনতে সাহস হারিয়ে ফেলে। ফলে সাংবাদিক নির্যাতনের মাত্রা বৃদ্ধির সাথে সাথে অপরাধের মাত্রাও পাল্লা দিয়ে বাড়তে থাকে। এরকম হতে থাকলে কীভাবে গণতন্ত্র সুসংহত এবং গণমাধ্যম শক্তিশালী হবে ?

    চলতি বছরের শুরুতে সিলেটেই দুইজন সাংবাদিক নির্যাতিত হন। ১২ এপ্রিল শনিবার দৈনিক সিলেটের ডাক-এর ডেপুটি চীফ রিপোর্টার ও দিগন্ত টেলিভিশনের সিলেট ব্যুরো চীফ মোহাম্মদ তাজ উদ্দিন পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হন । ২৩ মার্চ কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল ও জাল ভোট দেয়ার দৃশ্য ধারন করতে গিয়ে যুবলীগ নেতাকর্মীদের হামলার শিকার হন মোহনা টেলিভিশনের ক্যামেরাপার্সন ফেরদৌস আহমদ।

    আর গত বছর (২০১৩ সালে) সিলেট বিভাগের স্থানীয় পত্রিকায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে দেখা যায়, শুধুমাত্র সংবাদ প্রকাশের জের ধরেই ১৪ জন সাংবাদিক বিভিন্নভাবে লাঞ্চিত ও হয়রানির শিকার হয়েছেন। এমনও অনেক ঘটনা আছে লোক লজ্জার ভয়ে প্রকাশ করা হয়নি। প্রকাশিত ঘটনার একটিরও সমাধান হয়নি। আর এ সাহস দিনদিন বৃদ্ধি পাচ্ছে সাংবাদিক র্নির্যতনের ন্যায় বিচার না পাওয়া কারণে। তাই এ সাংবাদিকদের নিরাপত্তা ও সুবিচার নিশ্চিত করতে আইনের শাসন প্রতিষ্ঠা জরুরী। এজন্য সাংবাদিকদের করণীয় হবে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়া।

    এবার আসুন কবে, কারা, কোথায়, কিভাবে কেন নির্যাতনের শিকার হয়েছেন তা জানার চেষ্টা করি। সিলেটের স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে দেখা যায় –

    ছাতক পৌর বিএনপির একাংশের পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক হিফজুল বারী শিশুলের হাতে দৈনিক সমকাল ও দৈনিক উত্তরপূর্ব ছাতক প্রতিনিধি শাহ আখতারুজ্জামানকে লাঞ্ছিত করা হয়। দৈনিক শ্যামল সিলেট ২৩ জানুয়ারি ২০১৩সংবাদ প্রকাশের জের হিসেবে জামালগঞ্জের সাংবাদিক আবুল কালাম জাকারিয়াকে প্রান নাশের হুমকী দেয় চান্দ বাড়ী গ্রামের নাজিম।

    দৈনিক যুগভেরী ১৯ ফেব্রুয়ারি ২০১৩সাংবদপ্রকাশের জের হিসেবে দৈনিক প্রথম আলোর ধর্মপাশা প্রতিনিধি সালেহ আহমদকে পিটিয়েছে সরকার দলীয় নেতা কর্মীরা।

    জানা যায় সাংবাদিক সালেহ আহমদ এমন কিছু সত্য ঘটনা সংবাদপত্রে তুলে ধরেছিলেন যাতে করে সরকার দলীয় অনেকের স্বার্থে আঘাত লেগেছিল। এইজন্যই তারা ক্ষিপ্ত হয়ে তাকে নির্যাতন করে। দৈনিক সুনামগঞ্জের খবর ২৯ মার্চ ২০১৩ সাংবদপ্রকাশের জের হিসেবে বিয়ানীবাজার থেকে প্রকাশিত সাপ্তাহিক আগামী প্রজন্ম পত্রিকার স্টাফ রিপোর্টার পলাশকে কুপিয়েছে সন্ত্রাসীরা। প্রসঙ্গত সম্প্রতি পৌর শহরের নয়াবাজারে বিয়ের অনুষ্ঠানে এক তরুনীকে যৌন নিপীড়নের প্রতিবাদ করায় জাকারিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা ওই তরুনীর আত্মীয়-স্বজনকে জখম করে। বিষয়টি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে ক্ষুব্ধ হয়ে উঠে চিহ্নিত সন্ত্রাসীরা। দৈনিক উত্তরপূর্ব ১৭ এপ্রিল ২০১৩

    দৈনিক মানব জমিন ও একুশে টিভির সিলেট প্রতিনিধি ওয়েছ খছরু এবং তার স্ত্রী গাজী টিভি ও সবুজ সিলেটের ক্যামেরাপার্সন বিলকিছ আক্তার সুমির উত্তরণ ২৯নং বাসায় হামলা করে। হামলায় ওয়েছ খছরুর ভাই রুহুল, নাসির ও রুবেল আহত হয়েছেন। দৈনিক সবুজ সিলেট ০৩ এপ্রিল ২০১৩

    সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক সবুজ সিলেটের সিনিয়র স্টাফ রিপোর্টার অহি আলম রেজা। দৈনিক শ্যামল সিলেট ১৯ মে ২০১৩

    দৈনিক আলোকিত বাংলাদেশ এর মৌলভীবাজার জেলা সংবাদদাতা সৈয়দ ছায়েদ আহমদ অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হন। দৈনিক যুগভেরী ২২ জুন ২০১৩

    সুনামগঞ্জের জগন্নাথপুরে সাংবাদিক ওয়াহিদুর রহমান ওয়াহিদের হামলা। জানা যায় পুকুরের মাছ পাহারা দিতে গিলে কয়েকজন লোক পুকুরের পাড়ে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করে এসময় সাংবাদিক ওয়াহিদুর রহমান তাদেরকে ঘুরাফেরার কারন জানতে চাইলে তারা ক্ষিপ্ত হইয়া হামলা চালায়। দৈনিক সবুজ সিলেট ২২ জুন ২০১৩

    ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন জিন্দাবাজার ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির নিচ থেকে ছাত্রলীগ কর্মী ছিদ্দিকসহ তিনজনের হাতে অপহৃত হন। দৈনিক যুগভেরী ২০ জুলাই ২০১৩

    কমলগঞ্জে ইত্তেফাকে কর্মরত সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টনকে জড়িয়ে হয়রানিমূলক মামলা দায়ের ও হুমকি প্রদান। জানা যায়, ধুপাটিলা গ্রামে সরকারি ও ভিপি সম্পত্তিতে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জোবায়ের ও তোফায়েল মিয়া ধুপাটিলা গ্রামে ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের নামে জমি দখলের চেষ্টা করলে এলাকাবাসী আপত্তি জানান ও ইউএনও বরাবর একটি দরখাস্ত প্রদান করেন। এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সহ-সভাপতি কমলগঞ্জ ইত্তেফাক প্রতিনিধি নুরুল মোহাইমীন মিল্টন সংবাদ সংগ্রহ করতে চাইলে তাকে হুমকি প্রদান করেন এবং আদালতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেন। মানব ঠিকানা ১৫ জুলাই ২০১৩

    মৌলভীবাজারের বড়লেখা নয়াদিগন্ত/উত্তরপূর্বের উপজেলা প্রতিনিধি জালাল আহমদকে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। সূত্র জানায় বড়লেখা উপজেলার দক্ষিন শাহবাজপুর ইউনিয়নের হিরেরগুল গামের স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা খাসজমিতে বসবাসকারীদের উপর প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে ১জনকে খুন করে এবং আরও ৩ জনকে দা দিয়ে কুপিয়ে চিরতরে পঙ্গু করে দেয়। এসব ঘটনার একাধিক সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এসব ঘটনার পেশাদার খুনিরা ওই সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। দৈনিক শ্যামল সিলেট ২৪ আগস্ট ২০১৩

    নবীগঞ্জে প্রতিপক্ষের যড়যন্ত্রের শিকার হয়েছে হৈবতপুর গ্রামের সাংবাদিক কিবরিয়া চৌধুরীর পরিবার। রাস্তা নিয়ে বিরোধের জের ধরে কথা কাটাকারি হয়। এসময় গ্রামের লোকজন এসে বিষয়টি সালিস মীমাংসা করে দেয়ার উদ্যোগ নেন। পরবর্তীতে রিপন মিয়ার স্ত্রীর সাজানা বেগম ঘরে প্রবেশ করেই ডাকাত বলে চিৎকার শুরু করেন এবং ঘরের জিনিস পত্র ভাংচুর করে। দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস ২৫ আগস্ট ২০১৩

    দৈনিক কালেরকন্ঠ ও দৈনিক সবুজ সিলেট জকিগঞ্জ প্রতিনধি এবং জকিগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি প্রভাষক এম. আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতন মামলা। জানাযায় সাংবাদিক আল-মামুনের ছোট ভাই নুরুল হকের সাথে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামের আব্দুর রহিম লাল মিয়ার মেয়ে পারভিন আক্তার রুবির বিয়ে হয় ২০১১ সালের পহেলা এপ্রিল। রুবির উশৃঙ্খল আচরণের কারণে গত ২৭ আগস্ট তালাক প্রদান করেন নুরুল হক। পরবর্তীতে সাংবাদিক মামুন ও তার পরিবারকে জড়িয়ে মিথ্যা মামলা করে। দৈনিক সবুজ সিলেট ৭ অক্টোবর ২০১৩

    এসব ঘটনাগুলোর আজও কোনো বিচার পায়নি নির্যাতিত সাংবাদিকরা। সাংবাদিকদের নিরাপত্তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা নিশ্চিত করতে না পারলে আগামীতে এ অবস্থার আরো অবনতি ঘটবে।