সংবাদের জের ধরেই সিলেট বিভাগে অধিক সাংবাদিক লাঞ্চিত

    0
    245

    আমারসিলেট24ডটকম,১১ফেব্রুয়ারীঃ সিলেট বিভাগের স্থানীয় পত্রিকায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে দেখা যায়,সংবাদ প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে গত বছর (২০১৩ সালে ) অধিক সাংবাদিক লাঞ্চিত হয়েছেন। উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা হলো

    ছাতক পৌর বিএনপির একাংশের পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক হিফজুল বারী শিশুলের হাতে দৈনিক সমকাল ও দৈনিক উত্তরপূর্ব ছাতক প্রতিনিধি শাহ আখতারুজ্জামানকে লাঞ্ছিত করা হয়।সুত্র- দৈনিক শ্যামল সিলেট ২৩ জানুয়ারি ২০১৩

    সংবাদ প্রকাশের জের হিসেবে জামালগঞ্জের সাংবাদিক আবুল কালাম জাকারিয়াকে প্রান নাশের হুমকী দেয় চান্দ বাড়ী গ্রামের নাজিম।সুত্র- দৈনিক যুগভেরী ১৯ ফেব্রুয়ারি ২০১৩

    সাংবদপ্রকাশের জের হিসেবে দৈনিক প্রথম আলোর ধর্মপাশা প্রতিনিধি সালেহ আহমদকে পিটিয়েছে সরকার দলীয় নেতা কর্মীরা। জানা যায় সাংবাদিক সালেহ আহমদ এমন কিছু সত্য ঘটনা সংবাদপত্রে তুলে ধরেছিলেন যাতে করে সরকার দলীয় অনেকের স্বার্থে আঘাত লেগেছিল। এইজন্যই তারা ক্ষিপ্ত হয়ে তাকে নির্যাতন করে। সুত্র-দৈনিক সুনামগঞ্জের খবর ২৯ মার্চ ২০১৩

    সাংবদপ্রকাশের জের হিসেবে বিয়ানীবাজার থেকে প্রকাশিত সাপ্তাহিক আগামী প্রজন্ম পত্রিকার স্টাফ রিপোর্টার পলাশকে কুপিয়েছে সন্ত্রাসীরা। প্রসঙ্গত সম্প্রতি পৌর শহরের নয়াবাজারে বিয়ের অনুষ্ঠানে এক তরুনীকে যৌন নিপীড়নের প্রতিবাদ করায় জাকারিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা ওই তরুনীর আত্মীয়-স্বজনকে জখম করে। বিষয়টি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে ক্ষুব্ধ হয়ে উঠে চিহ্নিত সন্ত্রাসীরা। সুত্র-দৈনিক উত্তরপূর্ব ১৭ এপ্রিল ২০১৩

    দৈনিক মানব জমিন ও একুশে টিভির সিলেট প্রতিনিধি ওয়েছ খছরু এবং তার স্ত্রী গাজী টিভি ও সবুজ সিলেটের ক্যামেরাপার্সন বিলকিছ আক্তার সুমির উত্তরণ ২৯নং বাসায় হামলা করে। হামলায় ওয়েছ খছরুর ভাই রুহুল, নাসির ও রুবেল আহত হয়েছেন। সুত্র-দৈনিক সবুজ সিলেট ০৩ এপ্রিল ২০১৩

    সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক সবুজ সিলেটের সিনিয়র স্টাফ রিপোর্টার অহি আলম রেজা। দৈনিক শ্যামল সিলেট ১৯ মে ২০১৩

    দৈনিক আলোকিত বাংলাদেশ এর মৌলভীবাজার জেলা সংবাদদাতা সৈয়দ ছায়েদ আহমদ অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হন। দৈনিক যুগভেরী ২২ জুন ২০১৩

    সুনামগঞ্জের জগন্নাথপুরে সাংবাদিক ওয়াহিদুর রহমান ওয়াহিদের হামলা। জানা যায় পুকুরের মাছ পাহারা দিতে গিলে কয়েকজন লোক পুকুরের পাড়ে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করে এসময় সাংবাদিক ওয়াহিদুর রহমান তাদেরকে ঘুরাফেরার কারন জানতে চাইলে তারা ক্ষিপ্ত হইয়া হামলা চালায়। দৈনিক সবুজ সিলেট ২২ জুন ২০১৩

    ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন জিন্দাবাজার ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির নিচ থেকে ছাত্রলীগ কর্মী ছিদ্দিকসহ তিনজনের হাতে অপহৃত হন। দৈনিক যুগভেরী ২০ জুলাই ২০১৩

    কমলগঞ্জে ইত্তেফাকে কর্মরত সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টনকে জড়িয়ে হয়রানিমূলক মামলা দায়ের ও হুমকি প্রদান। জানা যায়, ধুপাটিলা গ্রামে সরকারি ও ভিপি সম্পত্তিতে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জোবায়ের ও তোফায়েল মিয়া ধুপাটিলা গ্রামে ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের নামে জমি দখলের চেষ্টা করলে এলাকাবাসী আপত্তি জানান ও ইউএনও বরাবর একটি দরখাস্ত প্রদান করেন। এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সহ-সভাপতি কমলগঞ্জ ইত্তেফাক প্রতিনিধি নুরুল মোহাইমীন মিল্টন সংবাদ সংগ্রহ করতে চাইলে তাকে হুমকি প্রদান করেন এবং আদালতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেন। মানব ঠিকানা ১৫ জুলাই ২০১৩

    মৌলভীবাজারের বড়লেখা নয়াদিগন্ত/উত্তরপূর্বের উপজেলা প্রতিনিধি জালাল আহমদকে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। সূত্র জানায় বড়লেখা উপজেলার দক্ষিন শাহবাজপুর ইউনিয়নের হিরেরগুল গামের স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা খাসজমিতে বসবাসকারীদের উপর প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে ১জনকে খুন করে এবং আরও ৩ জনকে দা দিয়ে কুপিয়ে চিরতরে পঙ্গু করে দেয়। এসব ঘটনার একাধিক সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এসব ঘটনার পেশাদার খুনিরা ওই সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। দৈনিক শ্যামল সিলেট ২৪ আগস্ট ২০১৩

    নবীগঞ্জে প্রতিপক্ষের যড়যন্ত্রের শিকার হয়েছে হৈবতপুর গ্রামের সাংবাদিক কিবরিয়া চৌধুরীর পরিবার। রাস্তা নিয়ে বিরোধের জের ধরে কথা কাটাকারি হয়। এসময় গ্রামের লোকজন এসে বিষয়টি সালিস মীমাংসা করে দেয়ার উদ্যোগ নেন। পরবর্তীতে রিপন মিয়ার স্ত্রীর সাজানা বেগম ঘরে প্রবেশ করেই ডাকাত বলে চিৎকার শুরু করেন এবং ঘরের জিনিস পত্র ভাংচুর করে। দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস ২৫ আগস্ট ২০১৩

    দৈনিক কালেরকন্ঠ ও দৈনিক সবুজ সিলেট জকিগঞ্জ প্রতিনধি এবং জকিগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি প্রভাষক এম. আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতন মামলা। জানাযায় সাংবাদিক আল-মামুনের ছোট ভাই নুরুল হকের সাথে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামের আব্দুর রহিম লাল মিয়ার মেয়ে পারভিন আক্তার রুবির বিয়ে হয় ২০১১ সালের পহেলা এপ্রিল। রুবির উশৃঙ্খল আচরণের কারণে গত ২৭ আগস্ট তালাক প্রদান করেন নুরুল হক। পরবর্তীতে সাংবাদিক মামুন ও তার পরিবারকে জড়িয়ে মিথ্যা মামলা করে। দৈনিক সবুজ সিলেট ৭ অক্টোবর ২০১৩