ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবোঃতথ্যমন্ত্রী

    0
    234

    আমারসিলেট24ডটকম,০১ফেব্রুয়ারীঃ একটি চক্র কোথাও কোথাও গণমাধ্যমের মুখোশ পরে গুজব, মিথ্যাচার ও রাষ্ট্রদ্রোহী সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর সাথে বন্ধুত্বসুলভ সম্পর্ক নষ্ট করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সরকার সেইসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে।
    তথ্যমন্ত্রী শুক্রবার বিকেলে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউসের সম্মেলন কক্ষে কক্সবাজার সাংবাদিক সংসদ আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
    তথ্যমন্ত্রী ইনু বলেন, আমি এটা দাবি করবো না গণমাধ্যমের সকল সমস্যার সমাধান করতে পেরেছি। তবে মহাজোটের বিগত সরকারের সময়ে গণমাধ্যমের উন্নয়নে কয়েকটি যুগান্তকারি পদক্ষেপ নেয়া হয়েছে। গণমাধ্যমকে প্রসারিত করার উদ্যোগ নেয়া হয়েছে।
    তথ্যমন্ত্রী ইনু বলেন, একটি চক্র দেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা এদেশকে তালেবানী রাষ্ট্র বানাতে চায়। তাদের এই ষড়যন্ত্র কখনও সফল হবে না।সংগঠনের সভাপতি আজাদ মনসুরের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের।
    পরিশেষে তথ্যমন্ত্রী ইনু প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেন।তিনি জাসদের নেতা-কর্মীদের ও এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।