শ্রীলঙ্কার কাছে পাঁচ রানের পরাজয় আফ্রিকানদের

    0
    224

    আমারসিলেট24ডটকম,২২মার্চঃ ১৬৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে দারুণ সূচনা করে দক্ষিণ আফ্রিকা। কিন্তু  শেষ পর্যন্ত সুবিধা করতে পারেনি তারা। শ্রীলঙ্কার কাছে পাঁচ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় প্রোটিয়াসদের।  ওপেনিং জুটিতে নেমে ২৫ রানে আউট হয়ে মালিঙ্গার বলে ফিরে যান ডি কক।  এরপর হাসিম আমলাও সেনানায়েকের বলে ২৩ রানে আউট হন। একে একে আরো পাঁচটি উইকেটের পতন ঘটে। শেষ ওভারে স্টেইনও আউট হন, মিলার ১৯ রানে ফিরে যান। দুই উইকেট হাতে ছিল কিন্তু লাভ হয়নি।
    এর আগে শ্রীলঙ্কা ২০ ওভার ১৬৫ রান রান সংগ্রহ করেছে সাত  উইকেট হারিয়ে।  ম্যাথুস ৪১ রানে স্টেইনের বলে বোল্ড হন। এনএলঅটিএস পেরেরা  আট রান করে মরকেলের শিকার হন। পেরেরার অনবদ্য ৬১ রান করে ইমরান তাহিরের বলে ভিলিয়ার্সকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। তিনি ইমরান তাহিরের বলে সাঙ্গাকারা ৯ রানে বোল্ড এবং  মাহেলা জয়াবর্ধনে ৯ রানে মরনে মরকেলের বলে স্টেইনের কাছে ক্যাচ দিয়ে ফিরে যান। কুলাসেকারা সাত রানে ও সেনানায়েকে এক রানে অপরাজিত ছিলেন। শ্রীলঙ্কার ওপেনার তিলকারত্নে দিলশান (০) দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছিলেন। নিজের প্রথম বলেই আউট হয়েছিলেন তিনি।  দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির ২৬ রানে ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট ডেল স্টেইন ও মরনে মরকেলের।
    চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা (গ্রুপ -১)। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্টে শক্তিশালী দল। এই দুটি দল শিরোপা দৌড়ে এগিয়ে থাকবে এমন সম্ভাবনাও রয়েছে। শ্রীলঙ্কা নিজেদের মাটিতে ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গিয়েছিল তারা।