শ্রীলঙ্কার এক ক্রিকেটারকে ৪ বছরের নির্বাসন

    0
    188

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৬ডিসেম্বর,সুজয় কুমার বকসীঃ আবারও কলঙ্কিত ক্রিকেট অধ্যায়৷ নিষিদ্ধ ড্রাগ নেওয়ার জন্য কয়েকদিন আগেই অভিযুক্ত হয়েছিলেন শ্রীলঙ্কার বাঁ-হাতি উইকেটকিপার-ব্যাটসম্যান  কুশল পেরেরা৷ এবং এই জন্যই তাকে চার বছরের নির্বাসিত করল আইসিসি৷ শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী জানান,”আইসিসি মারফৎ আমরা জেনেছি কুশল পেরেরাকে চার বছরের জন্য নির্বাসিত করা হয়েছে৷ তবে আমরা আইসিসির এই রায়ের বিরুদ্ধে আপিল করব৷”

    এর আগে ভারতের বিরুদ্ধে কলম্বোয় টেস্ট অভিষেক ঘটানো কুশল পেরেরার পাকিস্তান সিরিজ চলাকালীন ডোপ টেস্ট করা হয়৷ শুধু তিনি একা নন, আইসিসির নিয়ম অনুযায়ী সব ক্রিকেটারই এই টেস্ট করা হয়৷ তবে কেবলমাত্র পেরেরারই রিপোর্ট পজিটিভ আসে৷ এরপর কাতারে আবারও একবার তার ডোপ টেস্ট করা হয়৷ সেটার ফলাফলও পজিটিভ আসায় আইসিসির এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷

    তবে এবারই প্রথম নয়, এর আগে শ্রীলঙ্কার আরেক বাঁ-হাতি ব্যাটসম্যান উপুল থারাঙ্গাকেও ২০১১ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের সময় নিষিদ্ধ ড্রাগ সেবন করার জন্য তিন মাসের নির্বাসিত করেছিল আইসিসি৷ওয়েবসাইট