শ্রীমঙ্গল সিরাজনগরের বীর মুক্তিযোদ্ধা তৈমুজ মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

    0
    267

    মিনহাজ তানভীর: একে একে চলে যাচ্ছেন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ঝাঁপিয়ে পরা বাংলাদেশের সার্বভৌমত্ব উদ্ধারকারী স্বাধীনতার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধারা। সম্প্রতি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের অন্তর্গত কাকিয়া বাজার সংলগ্ন সিরাজনগর গ্রামের সর্বশেষ বীর মুক্তিযোদ্ধা মোঃ তৈমুজ মিয়া (২৯সেপ্টেম্বর) রোজ মঙ্গলবার দুপুরে ইন্তেকাল করেন- ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

    স্থানীয় সুত্রমতে মৃত্যু পর্যন্ত ৯০ বছরের অধিক বয়সের অধিকারী ছিলেন এই মুক্তিযোদ্ধা।এই গ্রামে আর কোনো সরকারি তালিকাভুক্ত জীবিত মুক্তিযোদ্ধা নেই বলে জানা যায়। মৃত্যুকালে তিনি তিন ছেলে দুই মেয়ে ও স্ত্রী নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

    আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায কাকিয়া বাজার জামে মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব ওনার শেষে তার জানাযা সম্পন্ন হয়। কাকিয়া বাজার জামে মসজিদের খতিব আজিজুর রহমান সাহেব জানাজার নামাজের ইমামতি করেন।
    রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম , এ সময় ওসি অপারেশন নয়ন কারকুনসহ পুলিশের একটি টিম গার্ড অফ অনার এ অংশগ্রহণ করেন।
    এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ মতলিব, শ্রীমঙ্গল মুক্তিযোদ্ধা কমান্ডার কুমুদ রঞ্জন দেব তিনি ও এসময় মৃত্যুবরণকারী মুক্তিযোদ্ধার কপিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
    এছাড়াও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।