শ্রীমঙ্গল সরকারী কলেজের স্বরসতী পূজা

    0
    219

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪ফেব্রুয়ারী,ষ্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের মত অনুষ্ঠিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের স্বরসতী পূজা । প্রতিবছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে সনাতন ধর্মমতে বিদ্যাদেবী স¦রস্বতী পূজা অনুষ্ঠিত হয় ।

    জ্ঞান ও ললিতকলার অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে সনাতন ধর্মাবলম্বী শিক্ষানুরাগী ভক্তরা পুষ্পার্ঘ্য অঞ্জলি দেন। অজ্ঞতার অন্ধকার থেকে নিজেকে আলোর পথে উৎসারিত করতে দেবীর পায়ে এই প্রণতি জানান তারা। দেশের হিন্দু ধর্মাবলম্বী মানুষ বিশেষ করে শিক্ষার্থীরা বাণী-অর্চনাসহ নানা কর্মসূচির আয়োজন করেছে। শ্রীমঙ্গলের মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান,অফিস-আদালত, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান ও পারিবারিকভাবে পূজা-অর্চনা ছাড়াও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে এই দিনে।

    স্বরস্বতী পূজার সব চেয়ে বড় আয়োজন হয় শ্রীমঙ্গল সরকারী কলেজ প্রাঙ্গনে। যেখানে হিন্দু ধর্মালম্বী ছাড়াও অন্যান্য সকল ধর্মের শিক্ষার্থীরা মহা মিলন মেলায় মিলিত হয়েছে। কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা সকাল থেকে আসতে শুরু করে এবং দুপুর বেলায় প্রচন্ড ভীড় হয় এই পূজায়।