শ্রীমঙ্গল লাউয়াছড়া বনে ১৮ বন্যপ্রানী অবমুক্ত

    0
    214

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,ডিসেম্বর,শিমুল তরফদার,জহিরুল ইসলামঃ মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে ১৮টি বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী ও পরিযায়ী পাখি। বুধবার বিকেলে ‘বাংলাদেশ বণ্যপ্রানী সেবা ফাউন্ডেশন’ উদ্যোগে প্রাণীগুলোকে আনুষ্ঠানিকভাবে অ করেন বমুক্ত বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার কর্ণেল তরিকুল ইসলাম খাঁন পিএসসি।

    এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ প্রেমী সিতেশ বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের সিলেট বিভাগীয় কর্মকর্তা মিহির কান্তি দো, ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. নাসির উদ্দিন আহমেদ, মেজর সায়েদ মেহের ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। অবমুক্ত করা প্রাণী গুলোর মধ্যে রয়েছে একটি অজগর সাপ, একটি মেছো বাঘ, দুটি গন্ধ গোকুল, দুটি বাদামী বানর, দুটি নিশি বক ও ৮টি সরালী হাঁস, ২টি কালীম হাস ও তিনটি কচ্ছপ। এসময় অতিথিরা   বনের ভিতরে একটি ফলদ বৃক্ষচারাও রোপন করেন।

    বাংলাদেশ বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান বন্যপ্রাণী সংরক্ষনবিদ পরিবেশবিদ সীতেশ রঞ্জন দেব জানান, এসব বন্যপ্রাণী ও পরিযায়ী পাখিগুলো লোকালয়ে মানুষের হাতে আটকা পড়ে। আহতাবস্থায় এ গুলোকে উদ্ধার করে তার প্রাণী সেবা ফাউন্ডেশনে প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা শুশ্রুসা শেষে বিজয় দিবসে অবমুক্ত করেন।