শ্রীমঙ্গল বাস টার্মিনালে আকস্মিক মৃত্যুতে করোনা আতঙ্ক

    0
    213

    জহিরুল ইসলাম,নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে হবিগঞ্জ রোডস্থ বাস টার্মিনালে হবিগঞ্জ মটর মালিক সমিতির অফিসে বসা অবস্থায় এক যাত্রীর মৃত্যু হয়েছে আজ বিকাল সাড়ে ৩ টার দিকে।এ সময় আশপাশের লোকদের মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উপজেলা কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত হলে আতঙ্ক কিছুটা কমে আসে।নিহত ব্যাক্তির নাম রঘু দেবনাথ (৫৫) তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার উলচাপাড়া গ্রামের একজন সোনা রুপা ব্যবসায়ী বলে জানা যায় ৷

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডস্থ বাস স্ট্যান্ডে আজ বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার  রঘুনাথ নামের এক লোক হঠাৎ চেয়ারে বসা থেকে নিচে ফ্লোরে পড়ে যান, এ সময়  করোনা সংক্রমনের ভয়ে নিহত ব্যাক্তির কাছে কেউ  আসেনি ৷

    স্থানীয়রা পুলিশ ও স্বাস্থ্য বিভাগকে খবর দিলে উপজেলা কর্মকর্তাসহ তারা সেখানে আসেন ৷ এ সময় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হক মামুন, ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায় ও শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল।

    শ্রীমঙ্গল থানা স্বর্ন ব্যবসায়ী সমিতির সভাপতি রতিশ দেব জানান, তিনি বিভিন্ন সময়ে রোপার তৈরী চেইন এনে শ্রীমঙ্গলের বিভিন্ন দোকানে পাইকারি ও খুচরা বিক্রি করতেন।

    শ্রীমঙ্গলের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরী তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন,নিহত ব্যাক্তির স্যাম্পল সংগ্রহ করা হয়েছে এবং তার মৃতদেহ লাশবাহী এ্যাম্বুলেন্স যোগে  স্বজনদের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ায় নিজ গ্রামে পাঠানো হয়েছে।