শ্রীমঙ্গল প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

    0
    260

    সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী , সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০৯জানুয়ারীঃশ্রীমঙ্গল থেকে,সৈয়দ আমিরুজ্জামানঃ নানা শ্রেণী পেশার মানুষদের উপস্থিতিতে উৎসবমূখর পরিবেশে মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
    সভাপতি পদে প্রথম আলোর সাবেক প্রতিনিধি বিশ্বজ্যোতি চৌধুরী  ১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্ধী প্রার্থী ছিলেন দৈনিক খোলা চিঠির সম্পাদক সরফরাজ আলী বাবুল ৭ ভোট পেয়ে পরাজিত হন।
    সোমবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে মোট ২২ জন গণমাধ্যমকর্মী তাদের ভোটাধিকার করবেন। উৎসবমুখর এই নির্বাচনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল থেকেই সংবাদকর্মীদের সবার মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করছিলো। বেলা ২টায় ভোট গ্রহণ শেষে কিছুসময় বিরতির পর শুরু হয় ভোট গণনা।
    সহ-সভাপতি পদে একাত্তর টেলিভিশনের আহমেদ ফারুক মিল্লাদ ১৬ ভোট ও সাপ্তাহিক শ্রীমঙ্গল পরিক্রমার প্রধান সম্পাদক ইসমাইল মাহমুদ ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। পরে সমঝোতার মাধ্যমে ইসমাইল মাহমুদ সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন। আরেক সহ-সভাপতি প্রার্থী দৈনিক জনতার সাবেক স্টাফ রিপোর্টার সৈয়দ মোঃ আলী পেয়েছেন ৬ ভোট।
    যুগ্ম সাধারন সম্পাদক পদে দৈনিক যুগভেরী ও ভোরের ডাকের ইমাম হোসেন সোহেল ১৭ ভোট, সাপ্তাহিক শ্রীমঙ্গলের চিঠি’র সম্পাদক ইয়াসিন আরাফাত রবিন ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে বাংলাদেশ প্রতিদিনের দীপংকর ভট্টাচার্য লিটন ৮ ভোট পেয়েছেন।
    কোষাধ্যক্ষ পদে দৈনিক আলোকিত বাংলাদেশের ও জালালাবাদের সৈয়দ ছায়েদ আহমদ ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দৈনিক সংগ্রামের এমএ রব ৯ ভোট পেয়েছেন।
    দপ্তর সম্পাদক পদে দৈনিক নয়াদিগন্তের এমএ রকিব ও দৈনিক দিনের শেষে’র এম মুসলিম চৌধুরী পেয়েছেন ১১ ভোট। পরে লটারীর মাধ্যমে এমএ রকিবকে নির্বাচিত ঘোষণা করা হয়।
    অন্যদিকে বিনা প্রতিদ্বন্ধীতায় দৈনিক মানবজমিনের সাধারণ সম্পাদক হিসেবে এম ইদ্রিস আলী পূন:রায় নির্বাচিত হন।  সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক সিলেটের ডাক ও দি এশিয়ান এজ এর আ ফ ম আব্দুল হাই ডন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বাংলাদেশ বেতারের মামুন আহমেদ, সদস্য পদে মোহনা টিভির আতাউর রহমান কাজল, সাপ্তাহিক দেশ পক্ষের কাওছার ইকবাল, বাংলানিউজ টেয়েন্ট্রিফোর ডটকম এর ডিভিশনাল করেসপনডেন্ট বিশ্বজিত ভট্টাচার্য বাপন, মৌলভীবাজার সমাচারের মাহফুজুর রহমান সুমন, সাপ্তাহিক চায়ের দেশ ও বাংলাদেশ জার্নালের সনেট দেব চৌধুরী নির্বাচিত হন।
    এ নির্বাচনে রির্টানিং অফিসার হিসেবে নির্বাচন পরিচালনা করেন উপজেলা শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম তালুকদার। নির্বাচনে আইনশৃঙ্খলার দায়িত্বে  শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল, পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ সদস্য। নির্বাচন চলাকালীন সময়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী,প্রেম সাগর হাজরা,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম,সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল রায়,কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান মজুল, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো.কামাল হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। প্রেস বার্তা