শ্রীমঙ্গল প্রশাসনের অভিযানে ৪ লক্ষ টাকা জরিমানা

0
423
শ্রীমঙ্গল প্রশাসনের অভিযানে ৪ লক্ষ টাকা জরিমানা
শ্রীমঙ্গল প্রশাসনের অভিযানে ৪ লক্ষ টাকা জরিমানা

শ্রী মঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোজ্য তেলের মুল্য স্থিতিশীল রাখতে ও অবৈধ মজুদদারদের বিরুদ্ধে অভিযানে নেমেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। বুধবার (৯ মার্চ ২০২২) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা অভিযানে গোপনে মজুদ করে রাখা তেলের সন্ধান পেয়ে দুটি প্রতিষ্টানকে ৪ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে লাইসেন্স বিহীন অতিরিক্ত ভোজ্য তেল মজুদ রাখায় শহরের পুরান বাজার এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটের মেসার্স রিপন ট্রেডার্স’কে ১ লক্ষ ও পাপন স্টোরকে ৩ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম এবং সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন।
এ সময় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিমের সহায়তায় অভিযানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি এ এস এম ইয়াহিয়া ও সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ কামাল হোসেন, ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কদর আলীসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।