শ্রীমঙ্গল ওয়েল ফেয়ার ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ

    0
    232

    জহিরুল ইসলাম.নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে শ্রীমঙ্গল ওয়েল ফেয়ার ট্রাস্ট নামের একটি নব গঠিত সমাজ সেবা সংস্থা।

    আজ বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।শ্রীমঙ্গল ওয়েল ফেয়ার ট্রাস্টের সমন্বয়ক ডা.আব্দুল বাতিন তালুকদার এই প্রতিনিধিকে বলেন,করোনা পরিস্থিতিতে দেশের বাহিরে থাকা প্রবাসী বন্ধুদের সহায়তায় ও  স্থানীয় বন্ধুদের সমন্বয়ে প্রায় শতাধিক মানুষের মাঝে আমরা খাদ্যসামগ্রী গুলো তুলে দেই। শ্রীমঙ্গলের কলেজ রোড, শ্যামলী, বিরাইপুর, সুরভীপাড়াসহ বিভিন্ন এলাকার মানুষ এই খাদ্যসামগ্রী পেয়েছে।খাদ্য সামগ্রীগুলোর মধ্যে ছিলো ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই, ১ প্যাকেট দুধ।
    করোনা পরিস্থিতিতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।আমরা আরো বৃহত আকারে খাদ্য সামগ্রী বিতরণ করবো। আমরা চেষ্টা করছি করোনাকালে শ্রীমঙ্গলের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।সমাজের সকল বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে এই দুঃসময়ে অসহায় মানুষরা বাড়িতে নিরাপদে থাকতে পারবে।