শ্রীমঙ্গল এসিল্যান্ডের অভিযানে ৮৩৭৫৯ ঘনফুট বালু জব্দ

    0
    242

    একজনের ১৫ দিনের জেল ও ট্রাক মালিককে জরিমানা

    নাইমা মজিদঃ  শ্রীমঙ্গলে নবাগত এসিল্যান্ডের সাঁড়াশি অভিযানে প্রায় ৮৩ হাজার ঘনফুট বালু জব্দ,একজনের ১৫ দিনের জেল ও ট্রাক মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (১২আগস্ট) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় মির্জাপুর ও ভুনবীর ইউনিয়নে ১৭টি স্পট থেকে অবৈধভাবে উত্তোলিত ৮৩৭৫৯ ঘনফুট বালু জব্দ করা হয়, পাশাপাশি মাটি ও বালু ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় একজনকে ১৫ দিনের জেল ও বালু বহনকারী ট্রাক মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

    বালু চোরদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গলে নবাগত সহকারী ভূমি কর্মকর্তা নেছার উদ্দিন রুবেল,সাথে ছিলেন শ্রীমঙ্গল ভূমি কর্মকর্তার কার্যালয়ের মিউটেশন এসিস্ট্যান্ট সৈয়দ মুত্তাকিন বিল্লাহ,শ্রীমঙ্গল থানার এসআই প্রদীপসহ পুলিশের একটি টিম।

    সহকারী ভূমি কর্মকর্তা নেছার উদ্দিন রুবেল বলেন শ্রীমঙ্গলে যেভাবে অবৈধ উপায়ে পাহাড়ি ছড়া ও পাহাড় কেটে সিলিকা বালু উত্তোলন করে শ্রীমঙ্গলের জীববৈচিত্র্য এবং ভুমি ব্যবস্থাপনা হুমকির মুখে ফেলে দিচ্ছে তা অন্যায় এবং পরিবেশের জন্য হুমকি, শ্রীমঙ্গলবাসীর দাবী অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা হোক। যার প্রেক্ষিতে জাতীয় স্বার্থে শ্রীমঙ্গলের পরিবেশ রক্ষার্থে আজকের অভিযান,এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি জানান জব্দকৃত ৮৩৭৫৯ ঘনফুট বালু বৃহস্পতিবার (১৩আগষ্ট) নিলামে বিক্রি করা হবে।

    এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, প্রশাসনের এই রকম অভিযান অব্যাহত থাকলে আমাদের এলাকার অপরাধ কমে আসবে এবং ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা করে তারা অভিযোগ করে বলেন শুধু বালু আটক নয় এর সাথে জড়িতদেরও পাকরাও করতে হবে।