শ্রীমঙ্গল উপজেলা কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

    0
    294

    নিজস্ব প্রতিনিধি:  শ্রীমঙ্গল উপজেলা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়।
    জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ২০২০ অর্থবছরে সারাদেশ ব্যাপী বৃক্ষরোপণ কমর্সুচীর আওতায় শ্রীমঙ্গল উপজেলা কৃষকলীগ শ্রীমঙ্গল উপজেলার উদ্যোগে বিভিন্ন প্রজাতির বনজ ফলদ ও ঔষধি গাছের চারা রোপন করা হবে।

    আজ ৬ জুলাই সোমবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ইছবপুর গ্রামের,গাউছ আলী ইয়ামনী (রহঃ) এতিমখানা ও সামসুন্নাহার হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে কয়েকটি গাছ রোপন করে এই কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা কৃষকলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আফজাল হক।

    এসময় সারাবিশ্বে করোনা মহামারি সহ সকল মহামারী থেকে আল্লাহর সাহায্য কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে এ কমর্সুচীর উদ্বোধন করা হয়, মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা সুপার মাওলানা মোহাম্মদ রাকিব আলী।
    তারপর সমাজ ও দেশের জন্য বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি মো: আফজল হক। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল মালেক,সমবায় সম্পাদক শারফিন আলীসহ উপজেলার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তি।
    শ্রীমঙ্গল উপজেলা কৃষকলীগ উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার দর্শনীয় স্থান, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ নেতাকর্মীদের বসতবাড়িতে তিনটি করে প্রত্যাক ওয়ার্ডের দশ জায়গাতে ৯০ টি ওয়ার্ডে সর্বমোট প্রায় ২৭০০ টি বিভিন্ন ধরণের ফলদ বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করবে বলে জানিয়েছে সংগঠনটির সভাপতি মোঃ আফজল হক।