শ্রীমঙ্গল উপজেলার নব-নির্বাচিত ইউপি সংরক্ষিত মহিলা ও সদস্যদের শপথ গ্রহণ

0
434
শ্রীমঙ্গল উপজেলার নব-নির্বাচিত ইউপি সংরক্ষিত মহিলা ও সদস্যদের শপথ গ্রহণ
নব-নির্বাচিত ইউপি সংরক্ষিত মহিলা ও সদস্যরা শপথ বাক্য পাঠ করছেন।

শপথ গ্রহণ অনুষ্ঠান।

নুর মোহাম্মদ সাগর, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ইউনিয়ন পরিষদে নব-নির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি ২০২২) সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকায় শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য সদস্যাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে।

উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেসার উদ্দিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার। সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহি অফিসার নজরুল ইসলাম। এ সময় নব-নির্বাচিত সদস্যদেরকে শপথবাক্য পাঠ করান নির্বাহি অফিসার নজরুল ইসলাম।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ গ্রহণকারীরা।

শপথ শেষে শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নের নব-নির্বাচিত ৮১ জন সাধারণ সদস্য ও ২৭ জন সংরক্ষিত মহিলা সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।এ সময় জেলা পরিষদের সদস্য বদরুজ্জামান সেলিম ও মশিউর রহমান রিপনসহ ৯ টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান এবং স্থানীয় অন্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর পূর্বে জেলা প্রশাসকের মাধ্যমে একই দিন দুপুরে উপজেলার ইউপি চেয়ারম্যানবৃন্দ শপথ গ্রহণ করেন।