শ্রীমঙ্গল উপজেলার কার্যক্রম পরিদর্শনে সচিব আমিনুল ইসলাম

    0
    242

    সাদিক আহমদ,নিজস্ব প্রতিনিধিঃ করোনা দুর্যোগে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কার্যক্রম পরিদর্শনে আসলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও  করোনাভাইরাস নিয়ন্ত্রণে মৌলভীবাজার জেলা সমন্বয়ক আমিনুল ইসলাম।

    আজ শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক মতবিনিময় সভায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

    এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব আয়াতুল ইসলাম, নবাগত মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশীদ, সিভিল সার্জন মো. তাওহীদ আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেক প্রমুখ।

    সচিব আমিনুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, মৌলভীবাজার সদর হাসপাতালে ভেন্টিলেশন সুবিধা সম্পন্ন আইসিইউ বেডের ব্যবস্থা করা হচ্ছে। আমাদের সকলকে দেশের কৃষির প্রতি গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানান। তিনি আরও বলেন কোন জমি  যেন পতিত না থাকে এ দিকে  নজর দিতে হবে। লকডাউনের সময় থেকে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের নেওয়া ভ্রাম্যমাণ প্রতিকী মূল্যের নিত্যপণ্যের দোকান ‘শপ-২০’ সহ সকল উন্নয়ন মূলক কাজের প্রশংসা করেন।