‘শ্রীমঙ্গল অনলাইন রক্তদান’ কর্তৃক ৫০পরিবারে খাদ্য বিতরণ

    0
    251

    শ্রীমঙ্গল প্রতিনিধিঃ  দেশব্যাপী করোনা ভাইরাস নামক মরণ ব্যাধির আতংকে সকল মানুষ আজ ঘরবন্দি,ফলে নিম্ন আয়ের মানুষরা আজ মহা বিপাকে। এই রকম সংকট কালে অন্যান্যের থেকে ব্যাতিক্রম শ্রীমঙ্গল শহরের কিছু যুবক ভাই বন্ধু আত্বীয়-স্বজন এর সহায়তায় সোমবার বিকালে শ্রীমঙ্গল অনলাইন রক্তদান সংগঠন নামে একটি সংস্থার উদ্যোগে শহরের ৫০টি গরিব অসহায় ও মধ্যবিত্ত পরিবারের ঘরে ঘরে ৫ দিনের জন্য খাবার পৌছে দেন এর সদস্যরা।
    তাদের ত্রান বিতরণে যা ছিল তা হচ্ছে, চাল ৪ কেজি,আটা ১ কেজি,তেল ১ লিটার, আলু ১ কেজি,ডাল ৫০০ গ্রাম,মরিচ গুড়া ১০০গ্রাম,হলুদ গুড়া ১০০ গ্রাম,ধনিয়ার গুঁড়া ১০০ গ্রাম, চিনি ১ কেজি, চা-পাতা ২৫০ গ্রাম যার মুল্য প্রায় ৬০০ টাকার মত।
    সংস্থার সদস্য আরিফুর রহমান রাজু বলেন, আমরা এমন পরিবারকে দিয়েছি যারা লজ্জায় কারো কাছে চাইতে পারবে না,বর্তমান সময়ে লকডাউন অবস্থার কারনে যেসব কর্মজীবী মানুষ বাসায় অসহায় হয়ে গেছেন। তাদের বাসায় বাসায় আমাদের শ্রীমঙ্গল অনলাইন রক্তদান সংগঠন এর ভলেন্টিয়াররা তা পৌছে দেন।

    এ সময় ইমরান আহমেদ,মোহাম্মদ সেলিম,মোহাম্মদ নুর আলম,মোহাম্মদ জাহিদ হাসান,মোহাম্মদ মোজাহিদ,অপু চন্দ্র শীল,মোহাম্মদ রাসাদ,মোহাম্মদ জহির,সজল আহমেদ প্রমুখ অংশ গ্রহণ করেন।