শ্রীমঙ্গলে ৮ দিন ব্যাপী শুরু হয়েছে স্কাউট সমাবেশ

    0
    228

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৪জানুয়ারী,ষ্টাফ রিপোর্টারঃ  মৌলভীবাজার শ্রীমঙ্গল মনাই উল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে ৪ দিন ব্যাপী ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ। রোববার বিকেল ৪ টায় শ্রীমঙ্গল মনাই উল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে ৪ দিন ব্যাপী ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ সোনামনিদের কলকালকলিতে মুখরিত বর্নাট্য আয়োজনের মাধ্যমে।

    জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরিবেশনে এবং স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে স্কাউট সমাবেশের শুভ উদ্ভোধন করেন আলহাজ্ব উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ এমপি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো: শহীদুল হক ,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ এমপি ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়াম্যান রণধীর কুমার দেব, উপজেলা পরিষদেও মহিলা ভাইস্ চেয়ারম্যান মিসেস হেলেনা চৌধুরী, সম্পাদক বাংলাদেশ স্কাউট মৌলভীবাজার আব্দুল ওয়াহিদ, শ্রীমঙ্গল উপজেলার আওয়ামীলীগের সাধারন সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন ,মনাই উল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু তালেব বাদশা ,৪ দিন ব্যাপী এ স্কাউট সমাবেশে উপজেলা ২৫ বিদ্যালয়ে স্কাউট দল অংশগ্রহণ করছে ।

    আগামী ২৮ জানুয়ারী মহাতাবু জলসার মাধ্যমে শেষ হবে স্কাউট সমাবেশ। সমাবেশে বক্তরা স্কাউটদের শির্ক্ষাথীদের উদ্দেশ্য বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। ৪ দিনে তোমরা এখানে থেকে যা শিখবে তা তোমাদের আগামী দিনের চলার পথে নিয়ম শৃঙ্খলা কাজে লাগবে। যারা পড়াশুনার পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থাকে তারা কখনোও অন্যায় কাজ করতে পারে না। দেশকে ভালবাসতে ও দেশের প্রতি দেশপ্রেম বাড়িয়ে দেয়। স্কাউট শিক্ষার্থীদের দেশের মানুষের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনের শিক্ষা দেয়।