শ্রীমঙ্গলে ৬ষ্ট বারের মত আগাম দূর্গা শুরু

    0
    294

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০১অক্টোবর,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের মঙ্গলচন্ডী দেবস্থলিতে প্রতিবছরের মতো এবারো শুরু হয়েছে দেবী দূর্গার নয় রুপ নিয়ে নয় দিন ব্যাপী নব দূর্গা পূজা।

    হিন্দু ধর্মাবলম্বিদের মতে-অশুভ শক্তির বিনাশ আর দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনায় শনিবার থেকে পুরাণ চন্ডির বর্ণনানুযায়ী দশভোজা দেবীর ৯টি রূপের কাঠাম তৈরী করে এ পূজার আয়োজন হয়েছে। আর এ পূজাতেও রয়েছে বৈচিত্রতা।

    ব্যাতিক্রমী এ পূজা দেখতে প্রথম দিন থেকেই ভক্তরা ভীড় করছেন সেখানে।বৈদিক বিধান অনুযায়ী দেবী দূর্গার রয়েছে ৯টি রূপ। প্রথম দিন দেবীর শৈলপুত্রী রূপে পূজা করা হয়েছে। এভাবে ব্রক্ষচারিনী, চন্দ্রঘন্টা, কুস্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রী, মহা গৌরি, ও সিদ্ধিধাত্রী রূপে দেবী দূর্গার পূজা করা হবে। নবদূর্গা আগামী ১১ অক্টোবর মঙ্গলবার দশমী পূজার মধ্য দিয়ে সারাদেশের সাথে মিল রেখে বিসর্জন হবে।