শ্রীমঙ্গলে ৫দিন ব্যাপী বঙ্গবন্ধুর আলোকচিত্র প্রদর্শনী

    0
    224

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭আগস্ট,মো:জহিরুল ইসলাম সোহেল: একুশে মৌলভীবাজার পরিবারের সহায়তায় একুশের মৌলভীবাজার প্রতিনিধি সাংবাদিক বিকুল চক্রবর্ত্তীর সংগৃহিত বঙ্গবন্ধুর উপর বিভিন্ন আলোকচিত্র দিয়ে  বৃহস্পতিবার থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে ৫দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।

    বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল প্রেসক্লাব অডিটরিয়ামে একুশে টেলিভিশন মৌলভীবাজার পরিবার উদ্যোগে ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সার্বিক সহযোগীতায় আয়োজিত এ প্রদর্শনীর  উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার শাহজালাল, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ সাইদুল হক,  শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মনির, বিশিষ্ট চিকিৎসক একুশে দর্শক ফোরামের নেতা ডা. হরিপদ রায়, বাংলাদেশ চা সংসদের সিলেট ব্রান্স চেয়ারম্যান জিএম শিবলী, জেরিন টি এর জিএম মো. সেলিম রেজা, ভোরের কাগজ ও একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্ত্তী, গীতিকার শাহ আব্দুল আজিজ, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান, শিল্পী সুশিল শীল, সাংবাদিক কাওছার ইকবাল, ফারিয়া সভাপতি দেব্রবত দত্ত হাবুল, শিল্পী হামিদ প্রবাসী ও জন্মজয় সরকার।

    প্রদর্শনীতে বঙ্গবন্ধুর রাজনৈতিক, বিভিন্ন রাষ্ট্রিয় প্রতিনিধি, লেখক, সাংবাদিক ও সাহিত্যিক, ৭০ এর নির্বাচন, মার্চের আন্দোলন, ৫৪ যুক্ত ফন্ট ৬৬এর ৬ দফা সহ বিভিন্ন পেক্ষাপটের শতাধিক ছবি স্থান পেয়েছে। প্রদর্শনীটি  প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় বঙ্গবন্ধুর উপর শাহ্ আজিজ রচিত একক সংগীতানুষ্ঠান।

    এ ছাড়াও ৫দিন ব্যাপী  এ প্রদর্শনীতে বঙ্গবন্ধুর ছবি বিতরণ, বঙ্গবন্ধুর জীবনীর  নতুন প্রজন্মকে জানানোসহ পরিচালিত হবে আরো বিভিন্ন কর্মসূচী।