শ্রীমঙ্গলে ১০ মিনিটের ব্যবধানে দুটি গাড়ী খাদেঃআহত-৩

    1
    281

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৯জুনঃ শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার রোডের লামুয়া গ্রামে মহাসড়কের গাড়িয়াবন্দ ব্রিজের উত্তর পাশে ও দক্ষিন পার্শ্বে সোমবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে প্রায় ১০ মিনিটের ব্যবধানে দুটি গাড়ী রাস্তা থেকে খাদে পরে যায়। একটি প্রাইভেটকার ও একটি রেপ ফোর (জীপ) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে খাদে পরে গেলে ৩ জন আহত হয়েছেন, এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

    রেপফোর (জীপ ঢাকা মেট্রো ঘ,১৩০৫২৯) গাড়ীর প্রথম ড্রাইভার মিজান জানান, সিলেট মাজার জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে ঘটনাস্থলে একটি বাইসাইকেল  আরোহীকে বাম দিকে বাঁচাতে গিয়ে আমার গাড়ী ডানে কাটতেই অপর একটি গাড়ীর মূখোমুখি হলে তাৎক্ষনিক আবারও বামে কাটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আমরা রাস্তা থেকে নিচে খাদে পরে যায়, এতে জীপ গাড়ীতে থাকা মহিলা ও এক শিশু সহ   ৫ যাত্রীর মধ্যে চালক ও অপর এক যাত্রী আহত হন। আহতরা হলেন ২য় চালক বাবুল মিয়া (৪২) লক্ষ্মীপুর, অপর যাত্রী ঢাকার মিরপুর সাড়ে ১১ এর এভিনিউ ৫ এর বাসিন্দা সিরাজ উদ্দিন (৪৫), আহত সিরাজ উদ্দিনের স্ত্রী সন্তান সুস্থ রয়েছে বলে জানান প্রথম চালক মিজান।তিনি আরও জানান আহতরা শ্রীমঙ্গল সদর হাসপাতালে গেলে উন্নত চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্যেশে রওয়ানা হয়েছে।

    অপরদিকে ওই দুর্ঘটনার প্রায় ১০ মিনিট পুর্বে ২য় দুর্ঘটনাস্থল থেকে  প্রায় ৩০০ ফুট দূরে মৌলভীবাজার জেলা সদরের কোর্ট রোডস্থ বনবিথী এলাকার সৈয়দ বেলাল মিয়ার ছেলে জিশান মিয়া একটি প্রাইভেট গাড়ী (মৌলভীবাজার খ,১১০০৪০) নিয়ে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে বাম পার্শ্বের খাদে পরে যায়, এতে চালক জিশান সামান্য আহত হলে ও সাথে থাকা অপর যাত্রী সুস্থ আছে বলে স্থানীয়রা জানান।