শ্রীমঙ্গলে স্বেচ্ছাশ্রমে ড্রেন পরিস্কার

    0
    237

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৮আগস্ট: 

    এলাকার লোকজন ড্রেন ও সড়ক পরিস্কার করেছেন-ছবি-মামুন
    এলাকার লোকজন ড্রেন ও সড়ক পরিস্কার করছেন-ছবি-মামুন

    শ্রীমঙ্গল পৌরসভার ৯নং ওয়ার্ডের মাষ্টার পাড়া আবাসিক এলাকার বাসিন্দারা শুক্রবার সেচ্ছাশ্রমে তাদের এলাকার ড্রেন ও সড়ক পরিস্কার করেছেন। সকাল থেকে ওই এলাকার ছোট বড় সবাই এক সাথে কোদাল, খুন্তি, ঝাড়– হাতে নিয়ে এই পরিস্কার কার্যক্রমে অংশ নেন। প্রথম শ্রেণীর পৌরসভার  গুরুত্বপূর্ণ এই এলাকার রাস্তা দিয়ে প্রতিদিন শত শত স্কুল কলেজের শিক্ষার্থী ছাড়াও সাধারন মানুষ চলাচল করেন। কিন্তু এই সড়কের উভয় পাশের  ড্রেনেজ ব্যবস্থা খুবই নাজুক।তাই দুর্গন্ধ এড়াতে এলাকাবাসীকে নাকে চাপ দিয়েই এ রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়।

    ওই এলাকার বাসিন্দা ফনি ভোষন রায় চৌধূরী অভিযোগ করে বলেন, এটি পৌরসভার একটি প্রাচীন এলাকা। কিন্তু দীর্ঘ দিন ধরে পৌরসভা থেকে এলাকার ড্রেন পরিস্কার করা হচ্ছে না। এমন কি রাস্তাটিও কোন সংস্কার করা হয়নি।

    তাই এলাকার স্কুল কলেজ পড়–য়া ছাত্রছাত্রী থেকে শুরু করে সকল শ্রেণীপেশার বাসিন্দারা নিজে উদ্দোগী হয়ে স্বেচ্ছা শ্রমে এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নামেন। তবে এলাকবাসীর এই অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলার চয়ন রায় বলেন, প্রতি মাসে দুই বার করে পৌরসভা থেকে ওই এলাকার ড্রেন পরিস্কার করানো হয়।