শ্রীমঙ্গলে সাড়ে ৯ লাখ টাকা মুল্যের চোরাই রাবার আটক

    0
    207

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭জানুয়ারী,স্টাফ রিপোর্টারঃ  মৌলভীবাজারে শ্রীমঙ্গল বিজিবির অভিযানে প্রায় ৪ হাজার কেজি চোরাই রাবার আটক করা হয়েছে। হবে বলে জানিয়েছে বিজিবি ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমেদ।
    বুধবার সকাল ৮ টা থেকে বিকাল  ৫ টা পর্যন্ত জেলার শ্রীমঙ্গল উপজেলার মাজদিহি চা বাগানের দুই শ্রমিকের বাড়ি থেকে এ চোরাই রাবার গুলো আটক করেন ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমদের নেতৃত্বে একদল বিজিবি জোয়ান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সহকারী বন কর্মকর্তা (বন্যপ্রাণী) তবিবুর রহমানসহ এক দল ফরেষ্ট গার্ড।
    ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমদ জানান, মৌলভীবাজারে প্রায় অর্ধশত রাবার বাগান রয়েছে। সাধারণ মানুষকে টাকার লোভ দেখিয়ে এসব বাগান থেকে প্রতি রাতে এই রাবার গুলো সংগ্রহ করায় একটি রাবার চোর সিন্ডিকেট। আটককৃত রাবার এ চক্রেরই একটি চালান। তিনি জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোর চক্র পালিয়েছে তবে কাউকে আটক করতে পারিনি ।
    এ ব্যাপারে মৌলভীবাজার সহকারী বন কর্মকর্তা (বন্যপ্রাণী) তবিবুর রহমান জানান, লাইসেন্স ছাড়া রাবার বিক্রয়, সংগ্রহ বা প্রসেসিং করা নিষেধ। এ রাবার গুলো উদ্বারের সময়ে কেউ কোন লাইসেন্স দেখাতে পারেনি এবং লাইসেন্স ছাড়া রাবার রাখা বেআইনি ।
    উদ্বারকৃত রাবার মৌলভীবাজারের সমশের নগর কাষ্টমে জমা দেয়া হবে বলে জানান, বিজিবি শ্রীমঙ্গল  ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমদ। তিনি জানান উদ্বারকৃত রাবারের পরিমান প্রায় ৪ হাজার কেজি হবে। যার বাজার মুল্য হবে আনুমানিক আট লক্ষাধিক টাকা। তিনি আরো জানান গত ৮ জানুয়ারী মৌলভীবাজারের আলীনগর থেকে ৫ হাজার পাচঁশত কেজি চোরাই  রাবার আটক করা হয়। যার বাজার মুল্য প্রায় ৯ লক্ষ ৪৬ হাজার  টাকা।