শ্রীমঙ্গলে সপ্তাহ ব্যাপী পালিত হচ্ছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ

    0
    220

    সোলেমান আহমেদ মানিক শ্রীমঙ্গল থেকেঃ  “প্রাথমিক শিক্ষার দিপ্তি উন্নত জীবনের ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন করা হচ্ছে।
    দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে উপজেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ৯ টি ইউনিয়ন ও পৌরসভার প্রাথমিক শিক্ষা পরিবারের স্টল প্রদর্শিত হয়েছে।

    স্টল পরিদর্শন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বায়োজিদ খান, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা কিশলয় চক্রবর্তী ও মারুফ আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ইসমাইল মাহমুদ, মামুন আহমদ প্রমুখ।

    স্টল প্রদর্শনীতে আশীদ্রোন ইউপি সরকারি প্রাথমিক শিক্ষা পরিবার প্রথম, শ্রীমঙ্গল সদর ইউপি সরকারি প্রাথমিক শিক্ষা পরিবার দ্বিতীয় ও সাতগাঁও ইউপি সরকারি প্রাথমিক শিক্ষা পরিবার তৃতীয় স্থান অধিকার করেন।

    এ সময় প্রাথমিক শিক্ষা পরিবারের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহ ব্যাপী এই শিক্ষা মেলা আগামী ১৯ মার্চ পযন্ত চলবে।