শ্রীমঙ্গলে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা

    0
    290

     

    সাদিক আহমেদ,স্টাফ রিপোর্টার: করোনা মুক্তি ও বিশ্ব শান্তি কামনায় শ্রীমঙ্গলে দিন ব্যাপী নানা আচার অনুষ্ঠানের মাধ্যমে জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে।
    হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষে মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে মন্দিরে মন্দিরে মহানাম সংকীর্তনে মাতেন ভক্তরা।
    মহামারীতে আগে থেকেই বাতিল করা হয় জন্মাষ্টমীর মূল শোভাযাত্রা ও মিছিলের আনুষ্ঠানিকতা। নিজ নিজ গৃহসহ মন্দিরে মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের কাছে রোগমুক্তি কামনা করেন সনাতন ধর্মাবলম্বী ভক্তরা।

     আগত প্রধান অথিতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন পূজা কমিটির নেতৃবৃন্দ। 

    এ বছরে মহাসমারোহের শোভাযাত্রা নেই, নেই ব্যানার প্ল্যাকার্ড, ফেস্টুনে চিরচেনা দীর্ঘতম মিছিল, জন্মাষ্টমীর উদযাপনে শ্রীমঙ্গল শহরে নেই হাজারো মানুষের ভিড়, সামাজিক দূরত্ব বজায় রেখে গুটিকয়েক ভক্তদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে দিনটি।
    হিন্দু ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে হবিগঞ্জ রোডস্থ শ্রী শ্রী জগন্নাথ দেবের নাট মন্দিরে আজ মঙ্গলবার (১১আগস্ট) বিকেলে ৫ টায় সার্বজনীন শ্রীকৃষ্ণ জন্মাষ্ঠমী উদযাপন পরিষদ ১৪২৭ এর সভাপতি শ্রী স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সুদীপ দাশ রিংকুর পরিচালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে।

    পূজা কমিটির নেতৃবৃন্দ থেকে জেলা প্রশাসক মীর  নাহিদ হাসানের পক্ষে  আগত প্রধান অথিতি ক্রেস্ট  তুলে নিচ্ছেন ।

    বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, ৩ নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, জগন্নাথ দেব আখড়া পরিচালনা কমিটির সভাপতি অজয় কুমার দেব।

    শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী অনুষ্ঠানে আগত অন্যান্য অথিতিদের একাংশ । ছবি এনিমেটরস বাংলা মিডিয়া

    এছাড়া আরো উপস্থিত ছিলেন বেনুধর ভট্টাচার্য, তুষার সরকার, মিলন দাশগুপ্ত, শম্ভু দত্ত, গৌতম পুরকায়স্থ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সুমন রায়, সম্পাদক ছোটন চৌধুরী, সাবেক সভাপতি সনজয় রায় রাজু, অনুপ দত্ত, জয়ন্ত ভট্টাচার্য জগদীশ চৌধুরী প্রমুখ।