শ্রীমঙ্গলে শ্রীগুরুরাজ রামকৃৃৃষ্ণ গোস্বামীর সমাধি মন্দির উদ্বোধন

    0
    321

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪ফেব্রুয়ারী,জহিরুল ইসলামঃ   মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদনাছড়া চা বাগানে শ্রী চৈতন্য শিক্ষা পারমার্থিক সংঘের প্রতিষ্ঠাতা প্রয়াত শ্রীগুরুরাজ রামকৃৃৃৃষ্ণ গোস্বামী মহারাজের সমাধি মন্দির উদ্ভোধন করা হয়েছে।
    আজ শনিবার সন্ধ্যায় শ্রীমঙ্গল উদনাছড়া চা বাগানে শ্রী চৈতন্য শিক্ষা পারমার্থিক সংঘের সম্পাদক শ্রী অঞ্জণ গোস্বামীর স ালনায় শ্রীমৎ গুরুরাজ জগন্নাথ মিত্র গোস্বামী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব।

    বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান প্রেম সাগর হাজরা,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের কুলাউড়া শাখার সম্পাদক, গৌরা পদ দে, রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখনলাল কর্মকার, মিহির লাল রায়, যুগেন্দ্র কুমার তাঁতী, রাজঘাট ইউপি সদস্য সুমন কুমার তাঁতী প্রমুখ।
    এসময় ধর্মীয় বিষয়ে আলোচনায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের কুলাউড়া শাখার সম্পাদক গৌরা পদ দে,শ্রী চৈতন্য শিক্ষা পারমার্থিক সংঘের সভাপতি শ্রীমৎ গুরুরাজ জগন্নাথ মিত্র গোস্বামী ও রাজঘাট ইউপি সদস্য সুমন কুমার তাঁতী।
    সমাধি মন্দির এর উদ্ভোধনী অনুষ্ঠানে ধর্মীয় ভজন কীর্তন, গীতা পাঠ, বৈদিক নৃত্য পরিবেশন করে শ্রীচৈতন্য শিক্ষা পারমার্থিক সংঘের শিক্ষার্থীরা।এসময় মন্দির প্রাঙ্গণ ভক্তবৃন্দের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে।
    অনুষ্ঠানের আয়োজন করে উদনাছড়া চা বাগানের শ্রীচৈতন্য শিক্ষা পারমার্থিক সংঘ।