শ্রীমঙ্গলে শিল্প উদ্যোক্তা মির্জা সালমান ইস্পাহানিকে সংবর্ধনা

    0
    230

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০২অক্টোবরঃ শ্রীমঙ্গলে শিল্প প্রতিষ্টান স্থাপন করে এলাকায় কর্মসংস্থানের সৃষ্টি ও দেশীয় অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা রাখায় বাংলাদেশের চা শিল্পের অন্যতম পৃথিকৎ এম,এম,ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি মির্জা সালমান ইস্পাহানিকে সংবর্ধনা দিয়েছে শ্রীমঙ্গলের রাজাপুর গ্রামবাসী।

    এ সময় বিশিষ্ট ঠিকাদার ও তরুন সমাজকমী মশিউর রহমান রিপন মির্জা সালমান ইস্পাহানির সফরসঙ্গী ফিনলে টি এর ব্যবস্থাপনা পরিচালক এ,কিউ.আই.চৌধুরী – এম, এম, ইস্পাহানি লিমিটেড এর সিইও (টি এষ্টেট) গোলাম মোস্তফা সহ উপস্থিত অত্র কোম্পানীর উচ্চপদস্থ কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

    বিশিষ্ট ঠিকাদার ও তরুন সমাজকর্মী মশিউর রহমান রিপনের উদ্যোগে শুক্রবার সকালে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন রাজাপুরে প্রতিষ্ঠিত ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ড. ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মো.জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবক ও ঠিকাদার অর্ধেন্দু কুমার দেব বেভুল, একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী, আরটিভির স্টাফ রিপোর্টার চৌধুরী ভাষ্কর হোম, জিটিভির মৌলভীবাজার প্রতিনিধি হৃদয় দেবনাথ,দৈনিক উত্তর পূর্ব পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি সুমন পাল, বাংলা টিভির শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার প্রমুখ।

    পরে মির্জা সালমান ৫নং কালাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে প্রতিষ্ঠিত অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর ইস্পাহানি টি লিমিটেডের টি ব্লেল্ডিং এন্ড প্যাকেটিং ফ্যাক্টরী ও শ্রীমঙ্গল টি ওয়ারহাউজ ঘুরে দেখেন।