শ্রীমঙ্গলে শাওমি মোবাইল ফোন শোরুম এর উদ্ভোধন

    0
    513

    সাদিক আহমেদ,স্টাফ রিপোর্টার: শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে ইয়াকুব শপিং সেন্টারে ইন্টারন্যাশনাল স্মার্টফোন নির্মাতা কোম্পানি, এমআইটি টেকনোলজি রিভিউ অনুসারে ২০১৫ সালের ৫০টি অন্যতম  স্মার্ট কোম্পানির তালিকায় ২য় স্থানের অধিকারী কোম্পানি এবং গিনেস বুক রেকর্ড কৃতিত্বের দাবীদার শাওমি’(Xiaomi) শোরুমে’র উদ্ভোধন করা হয়েছে।

    আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় শুরু হয় উদ্ভোধনী অনুষ্ঠান।

    এতে উপস্থিত থেকে উদ্ভোধন করেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের এসপি আশরাফুজ্জামান ,শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম,মৌলভীবাজার জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বারিকা পাল মহিলা ডিগ্রী কলেজের প্রিন্সিপাল সৈয়দ মনসুরুল হক,বিশিষ্ট সমাজ সেবক হাজী ফজলে এলাহী ,শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি ইয়াহিয়া খান ও সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন প্রমুখ।

    এ সময় উপস্থিত ছিলেন,শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব সভাপতি আনিছুল ইসলাম আশরাফী,শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলীসহ  আরও অনেকে।

    এছাড়া কোম্পানির পক্ষ থেকে উপস্হিত ছিলেন শাওমি মোবাইল ফোনের রিজিওনাল সেলস ম্যানেজার দীন ইসলাম রানা, টেরিটোরি সেলস ম্যানেজার ইলিয়াছ আহমদ চৌধুরী, মার্কেটিং এক্সিকিউটিভ রাব্বিউল হাসানসহ শাওমির সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাগণ ।

    প্রথমে মিলাদ মাহফিল ও মুনাজাত শেষে কেক কেটে শুভ উদ্ভোধন করা হয় শোরুমটির।

    শোরুম পরিচালক ইকরামুল ইসলাম ইমন বলেন,আমরা অন্যান্য কোম্পানি থেকে ভাল সুবিধা দেওয়ার আশা করছি এবং এই কোম্পানির মাল বাজারে সেরা বলে তিনি জানান।

    আর ও জানা যায়,শাওমি স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে, শাওমি অন্যান্য স্মার্টফোন নির্মাতা যেমন- স্যামসাং এবং অ্যাপল থেকে ভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। লেই জুন, শাওমির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উল্লেখ করেন যে, কোম্পানিটি ফোনের দাম প্রায় তৈরি খরচের সমানই রাখে,যদিও এ ক্ষেত্রে ফোনের গুণগত মান এবং কর্মক্ষমতা অন্যান্য প্রিমিয়াম স্মার্টফোনের তুলনায় কোনও অংশে কম নয়। কোম্পানিটি এছাড়াও ফোন সংক্রান্ত অন্যান্য পেরিফেরাল ডিভাইস, স্মার্ট হোম পণ্য, অ্যাপস, অনলাইন ভিডিও এবং থিম ইত্যাদি বিক্রি করে মুনাফা অর্জন করে থাকে।

    উল্লেখ্য,শাওমি বিভিন্ন ধরনের পণ্য তৈরি করে, তবে এর মধ্যে মোবাইল ফোন, টিভি,এম আই নোট,এম আই নোট প্রো,শাওমি এমআই প্যাড,এমআইবক্স (সেট-টপ বক্স),এমআই ক্লাউড (ক্লাউড স্টোরেজ সার্ভিস),এমআইটক (ম্যাসেজিং সার্ভিস), এমআই পাওয়ার ব্যাংক (এক্সটার্নাল ব্যাটারি),এমআই ব্যান্ড (ফিটনেস মনিটর এন্ড স্লিপ ট্র্যাকার),স্মার্ট হোম পণ্য ব্লাড প্রেসার মনিটর,এয়ার পিউরিফাইয়ার,ই অ্যাকশন ক্যামেরা,এম আই স্মার্ট স্কেল,এম আই ওয়াটার পিউরিফাইয়ার,স্মার্ট হোম কিট,নাইনবুট মিনি,স্মার্ট রাইস কুকার এবং রাওটার উল্লেখযোগ্য।