শ্রীমঙ্গলে র‌্যাবের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত আটক

    0
    216

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩নভেম্বর,শ্রীমঙ্গল  প্রতিনিধি: মৌলভীবাজারের জেলার শ্রীমঙ্গলে র‌্যাব-৯ এর অভিযানে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত আটক হয়েছে। র‌্যাব ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর রাত ৪টার দিকে শ্রীমঙ্গল কালীঘাট এলাকার টিকরিয়া সড়ক থেকে তাদের আটক করেন।

    আটককৃত ডাকাতরা হলো হবিগঞ্জের বাহুবলের চারিগাও এর মৃত আসকন্দার আলীর ছেলে আব্দুল কাদির (৪৫), হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার উত্তর উবাহাটা গ্রামের মৃত মরতুজ আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৩), শ্রীমঙ্গল টিকরিয়া গ্রামের মিলন কপালীর ছেলে মিন্টু কপালী (২০), হবিগঞ্জ চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের খোরশেদ মিয়ার ছেলে মো: কুদ্দুছমিয়া (২৩), হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার বিরামচর এলাকার লাল মিয়ার ছেলে জহাঙ্গীর (৩৬) ও হবিগঞ্জের বাহুবলের চারিগাঁও এর হাবিবপুর এলাকার মৃত সুন্দর আলীর ছেলে মো: সানু মিয়া (৩৮)।

    শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্প কমান্ডার আরও জানান, ধৃত ডাকাতদের কাছ থেকে তারা ২টি চায়নিজ কুড়াল,দেশিয় বড় ছুরি ১টি, রামদা ১টি, সাবল ১টি, কিরিছ ২টি, কসটেপ ২টি, মরিচের গুরা ১০০ গ্রাম, চেতনা নাশক স্প্রে ৩টি, ৬টি চায়নিজ মোবাইল ও ৮টি সিম।
    র‌্যাব আরও জানান, ক্যাম্প কম্পান্ডারের সাথে এ অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্পের সহকারী কমান্ডার এ এসপি পিযুশ চন্দ্র দাশসহ ক্যাম্পের অন্যান্য পদবীর কর্মকর্তা ও ফোর্স।
    শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার জানান, আটককৃত ডাকাতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে কালিঘাট এলাকায় একটি বাড়িতে বেশ কিছু পুরাতন কয়েন রয়েছে এই কয়েনের জন্যই তারা এখানে এসেছে। ধৃত ডাকাতদের সংশ্লিষ্ট থানায় আরও মামলা আছে কিনা অনুসন্ধান শেষে তাদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হবে জানান।