শ্রীমঙ্গলে মাছ উৎপাদন ও বিপননে

    0
    199

    সম্পৃক্তদের নিয়ে ২দিন ব্যাপী কর্মশালা সম্পন্ন

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩নভেম্বর: মানসম্মত মাছ উৎপাদন ও মাছের সমগ্রী বিপননের লক্ষে মাঠ পর্যায়ে পরিদর্শনের মধ্য দিয়ে রোববার বিকেল শ্রীমঙ্গলে শেষ হয়েছে  মাছ উৎপাদন ও বিপননে সম্পৃক্তদের নিয়ে দ্ ুদিন ব্যাপী কর্মশালা।

    এর আগে শনিবার সকালে উপজেলা হল রোমে মৌলভীবাজারের শ্রীমঙ্গল হাইল হাওর পাড়ের মৎস্য জীবি, মৎস্য ব্যবসায়ী, বরফ কলের মালিক ও ফিসারীর মালিকদের নিয়ে গুড একোয়াকালচার প্র্যকটিস অনুষরণে স্বাধু পানিতে মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ে ৫দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা আ ক ম শফিকুজ্জামান।

    উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুর রহমানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিজ্য মন্ত্রনালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা আব্বাস আলী, প্রশিক্ষক মো: রফিকুল ইসলাম ও দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার বিকুল চক্রবর্ত্তী।

    বাংলাদেশ শ্রীম্প এন্ড ফিস ফাউন্ডেশনের আয়োজনে মৎস্য অধিদপ্তরের সহযোগীতায় এবং বানিজ্য মন্ত্রনালয়ের অর্থায়নে এই কর্মশালায় মোট ৫০ জন প্রশিক্ষনার্থী অংশ নেন।