শ্রীমঙ্গলে ভেজাল বিরুধী অভিযানঃবিভিন্ন অপরাধে জরিমানা

    0
    324

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩সেপ্টেম্বর: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ কর্তৃক  ভেজাল বিরুধী অভিযান চালিয়ে মেয়াদ উর্ত্তীণ ঔষধ খাদ্য দ্রব্য,অতিরিক্ত মুল্য আদায় ওজনে কম দেওয়ার দেওয়ার অপরাধে শহরের  বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা  করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল শহরে ভেজাল বিরুধী অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন।

    এই অভিযানে অতিরিক্ত মুল্য আদায়ের কারনে গ্র্যান্ড তাজ  রেস্টুরেন্টকে ১০,০০০ টাকা, পরিষ্কার পরিছন্নতার অভাবে কুটুম বাড়ি রেস্টুরেন্টকে ৫,০০০ টাকা, শাহ হোটেলকে ৩০০০ টাকা, সেবা ফার্মেসিকে ৫০০ টাকা্ এবং শ্রীলক্ষী ভেরাইটিজ ষ্টোরকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

    পরে ওজনে কম দেওয়ার অভিযোগে  স্থানীয় মাছ বাজারে অভিযান পরিচালনা করতে গেলে বাজার কর্তৃপক্ষ তাদের বাটকারা পরিবর্তনের সময়ের জন্য মৌখিক আবেদন করলে নির্বাহি ম্যাজিস্ট্রেট তা আমলে নিয়ে ১ সপ্তাহের সময় বেঁধে দেন।

    ওই অভিযানে তার সাথে ছিলেন শ্রীমঙ্গল থানার এস আই মাহবুব, শ্রীমঙ্গল বিসিআরএস এর কারী আবু মুছা,আমজাত হুসেন বাচ্চু,মোঃ লুতফুল হক  লোকমান ও ইকবাল হুসেন প্রমুখ।