শ্রীমঙ্গলে ভূয়া ডিগ্রীধারী ডাক্তারকে ১ লক্ষ টাকা জরিমানা

    0
    283

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯জুলাই,জহিরুল ইসলামঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক ভূয়া ডিগ্রীধারী ডাক্তার কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

    আজ ১৯ জুলাই বুধবার দুপুরে শ্রীমঙ্গল শহরের মেডি হেল্প ডায়াগনষ্টিক এন্ড কলসালটেশন সার্ভিসেস থেকে ডা. এম এম এ বারীকে তার নামের সাথে অতিরিক্ত পদবী যুক্ত করার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। মৌলভীবাজারের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান এর নেতৃত্বে র‌্যাব-৯ এর সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়।

    এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আহমদ শিবলী মুহিউদ্দীন। অভিযান শেষে সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান জানান, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার রাজনগর বৃত্তি দেবী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে ডা. এম এম এ বারী ২০০২-০৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক ছিলেন।

    বর্তমানে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ডিগ্রী প্রয়োগ করে শ্রীমঙ্গলের ষ্টেশন রোডে মেডি হেল্প সার্ভিসেস ও মৌলভীবাজারের স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছেন। খবর পেয়ে র‌্যাব-৯ এর উপস্থিতিতে ওই ভূয়া ডিগ্রীধারী ডাক্তারের কাছ থেকে নগদ ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।