শ্রীমঙ্গলে ভূমি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা কার্যক্রম উদ্বোধন

    0
    211

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৮জানুয়ারী,জহিরুল ইসলামঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভূমি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা, ভূমি খাতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে টান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি ও সচেতন নাগরিক কমিটি সনাক,শ্রীমঙ্গল এর উদ্যোগে এর কাযক্রম উদ্বোধন কার হয়।

    স্থানীয় সনাক সভাপতি সাংবাদিক সৈয়দ নেসার আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব।এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, সাব-রেজিষ্টার নিরোধ বরণ বিশ্বাস, স্বাস্থ্য বিভাগ সিলেট পরিচালক(অবসর প্রাপ্ত) ডা. হরিপদ রায় , উপজেলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী এবং ভূমি কর্মকর্তা মো. শাহজাহান। শাহ আরিফ আলী নাসিম এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাকের ভূমি বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মো. রহমত আলী।

    টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার করুণা কিশোর চক্রবর্তী, টিআইবি’র বর্তমান প্রকল্প ‘বিল্ডিং ইন্টিগ্রিটি ব্লকস ফর ইফেক্টিভ চেঞ্জ (বিবেক) এর আওতায় ভূমি খাতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ‘ টিআইবি’র কার্যক্রম বিষয়ক উপস্থাপনা’ সকলের সামনে তুলে ধরেন। পরে সাংবাদিক সৈয়দ নেসার আহমদ এর পরিচালনায় মুক্ত আলোচনা অনুষ্টিত হয় ।

    অনুষ্ঠানে সাংবাদিক, চাকুরীজিবী, ব্যবসায়ি, সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।