শ্রীমঙ্গলে ভুয়া ডিবি পুলিশ সন্দেহে আটক-১

    0
    270

    সোলায়মান আহমদ,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ  শ্রীমঙ্গলে এক ভুয়া ডিবি পুলিশকে ডাকাত সন্দেহে আটক করে পুলিশে দিলো গ্রামবাসী। বৃহস্পতিবার (৭মে) রাতে উপজেলার ভূনবীর ইউনিয়নের মাধবপাশা গ্রামের প্রবাসী খালেক মিয়ার বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে করোনাভাইরাস সতর্কতার কথা বলে বাড়ির লোকজনের নিকট তাদের ব্যবহৃত মোবাইল ফোন চাওয়া হলে তখন তাদের সন্দেহ হয়।

    এরপর ওই ব্যক্তিকে আটক করে পুলিশকে খবর দিলে শ্রীমঙ্গল থানার পুলিশের উপ-পরিদর্শক মহিন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

    আটককৃত ব্যক্তি মৌলভীবাজার জেলার চাঁদনীঘাট ইউনিয়নের বাঁশতালা গ্রামের আব্দুল ওয়াহিদ এর পুত্র আবুল ফালাহ ফুহাদ (৩০)।

    এবিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক জানান, ফুহাদ নামের এই ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে গ্রামে ঢুকে করোনা সতর্কতার নাম করে লোকদের কাছে মোবাইল ফোন চাইলে তাতে সন্দেহ হলে গ্রামবাসী তাকে আটক করে পুলিশকে জানালে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।