শ্রীমঙ্গলে ভক্তদের ভীড়ঃমহাসারম্বরে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা

    0
    245

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৯নভেম্বরঃ সনাতন ধর্মাবলম্বিদের মতে,মায়ের চরনে পুষ্পাঞ্জলি প্রদান, শ্রীশ্রী চন্ডীপাঠ, এবং মাতৃ সঙ্গীত পরিবেশন দিয়ে দেশ ও জাতির মঙ্গল এবং শান্তি কামনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্য দিয়ে  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে তাদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের পূজা অর্চনা।

    বুধবার সকালে শ্রীমঙ্গল রামকৃষ্ণ  মিশনে অনুষ্ঠিত এ পূজায় ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশন এর শ্রীমৎ স্বামী শান্তিকরানন্দজী মহারাজ, শ্রীমৎ বেদময়ানন্দহী মহারাজ, ব্রম্মচারী ইষ্টচৈতন্য, শ্রীমৎ স্বামী ধর্মানন্দজী মহারাজ উপস্থিত থেকে শ্রীশ্রী জগদ্ধাত্রী  দেবীর পূজা অর্চনা পরিচালনা করেন।

    শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশনের সহঃ সভাপতি উত্তম কুমার দাশ জানান, শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশনে প্রতিবছর দেবী জগদ্ধাত্রীর পূজার আয়োজন করা হয়। দেবীর পূজা উপলক্ষে শ্রীমঙ্গল শহরসহ আশে পাশের কয়েক হাজার ভক্তবৃন্দ ভীড় জমায় মিশনে। কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই পূজার সমাপ্তি হয়।