শ্রীমঙ্গলে বিসিক নগরীর উদ্বোধন করলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ

    0
    406

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩জানুয়ারীঃ শনিবার বিকেল  শ্রীমঙ্গল  উপজেলার উত্তরসুর এলাকায় বিসিক শিল্পনগরী শ্রীমঙ্গল শীর্ষক প্রকল্পের উন্নয়নমূলক কাজের (মাটি ভরাট) উদ্বোধন করেন, প্রধান অতিথি,মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক চীফ হুইপ,বর্তমান সাংসদ- আলহাজ্ব উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক-নেছার আহমদ ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আছকির মিয়া, সাধারন সম্পাদক এম,এ, মান্নান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক-হুমায়ন কবির।পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক  অরদেন্দু কুমার দেব ( ভেবুল), উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ছালিক হোসেন, পৌর যুবলীগের সাধারন সম্পাদক সালেহ আহমদ চৌধুরী,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক-আবু তালেব বাদশা, শেখ মো: সেজান আলী সেজু, ছাত্রলীগের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন রাহিদ ও অন্যান্য নেতৃবৃন্দ।

    এছাড়াও আরও উপস্থিত ছিলেন-৩নং সদর ইউপির চেয়ারম্যান-বানু লাল রায় এবং বিসিক শিল্পনগরী শীর্ষক প্রকল্প শ্রীমঙ্গল এর প্রকল্প পরিচালক এ এইচ এম হামিদুল হক চৌধুরী  প্রমুখ।

    উল্লেখ্য, প্রকল্প সূত্রে জানা যায়, স্থানীয় উত্তরসুর  এলাকায় প্রায় ৪০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ২০ একর জমির মধ্যে এ প্রকল্পটি নির্মান করা হবে।