শ্রীমঙ্গলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

    0
    374

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১২জুলাই,জহিরুল ইসলামঃ নারী ও শিশু সবার আগে বিপদে দূর্যোগে প্রাধান্য পাবে এই শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্যদিয়ে শ্রীমঙ্গলে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৫।

    শনিবার সকালে শ্রীমঙ্গল উপজেলা মিলনায়তনে এ কর্মসূচীর উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের এমপি উপাধ্যক্ষ এম এ শহীদ। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ সাইদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরী ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউল আলম প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুস শহীদ বলেন, পরিবার বড় করার আগে ভাবতে হবে তাকে নতুন দসস্যের পালনকরার ক্ষমতা আছে কিনা।

    যদি পালন করার ক্ষমতা না থাকে তাহলে সন্তান জন্ম দেয়াতো দুরের কথা বিয়েই করাই ঠিক নয়। তবে ছোট পরিবারই সুখের পরিবার। তাই দেশের জনসংখ্যা নিয়ন্ত্রনে ও নিজেদের আত্মতৃপ্তির জন্য পরিবার ছোট রাখার আহবানও জানান তিনি।