শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবসে-২০১৮ পালিত

    0
    240

    বিক্রমজিত বর্ধন,নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘আদিবাসী জাতিসমুহের দেশান্তর: প্রতিরোধ সংগ্রাম’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব আদিবাসী দিবস।

    বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ আদিবাসী ফোরামের আয়োজনে এক পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ আদিবাসী ফোরামের শ্রীমঙ্গল শাখার সভাপতি পংকজ কন্দ এর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশেকুল হক, আদিবাসী ফোরামের শ্রীমঙ্গল শাখার সহ সভাপতি পার্থ হাজং, সাধারণ সম্পাদক হিরন্ময় সিংহ, শ্রীমঙ্গল ক্যাথলিক মিশনের পাল পুরহিত নিকলাস বাড়ই প্রমুখ।

    পথসভা শেষে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা পাঁচ শতাধিক আদিবাসীদের নিয়ে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলায় এসে শেষ হয়।